সেনাবাহিনীর হেলিকপ্টার ফের দুর্ঘটনার মুখে। শুক্রবার সকালে সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট আর্মি হেলিকপ্টারটি অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় ভেঙে পড়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।
দুর্ঘটনাগ্রস্থ হেলিকপ্টারটিতে কতজন আরোহী ছিলেন, তা এখনও জানা যায়নি। হেলিকপ্টারটির আরোহী খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, শুক্রবার সকালে ১০টা ৪০ মিনিট নাগাদ অরুণাচল প্রদেশের সিংগিং গ্রামের কাছে পাহাড়ে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। আপার সিয়াং জেলায় অবস্থিত সেনাবাহিনীর সদর দফতর তুতিং থেকে ২৫ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে। হতাহতের বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে সেনা সূত্রে জানানো হয়েছে।
সংবাদসংস্থা এএনআই-কে সিয়াংয়ের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট জুম্মার বাসার বলেন, যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে সড়কপথে পৌছনো সম্ভব নয়। ইতিমধ্যে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
চলতি বছরের ৫ অক্টোবরও অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় ভারতীয় সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার ভেঙে পড়ে। ওই হেলিকপ্টারে যে দুইজন পাইলট ছিলেন, তাদের উদ্ধার করে কাছের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
সূত্রঃ এডিটিভি। ছবিঃ সংগৃহীত।