কাতার বিশ্বকাপ উপলক্ষে ফুটবল দলগুলোকে তাদের প্রাথমিক স্কোয়াডের তালিকা জমা দেয়ার সময় বেঁধে দিয়েছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
নির্দেশনা অনুযায়ী শুক্রবার (২১ অক্টোবর) মধ্যে অবশ্যই বিশ্বকাপের ৩২ দলের খেলোয়াড়দের প্রাথমিক তালিকা জমা দিতে হবে।
ফিফা জানিয়েছে, অংশগ্রহণকারী ৩২ দলকে অন্তত ৩৫ থেকে ৫৫ জন খেলোয়াড়ের তালিকা পাঠাতে হবে। ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড বেছে নেয়ার জন্য দলগুলো সময় পাবে ১৪ নভেম্বর পর্যন্ত। পরদিন অর্থাৎ ১৫ নভেম্বর ফিফা সব দলের খেলোয়াড় তালিকা প্রকাশ করবে।
ফিফার টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রাথমিক তালিকার খেলোয়াড়দের মধ্য থেকেই নির্বাচন করতে হবে চূড়ান্ত স্কোয়াড। পরবর্তী তিন সপ্তাহে এর বাইরে থেকে কাউকে দলে নেয়ার সুযোগ নেই।
রয়টার্সের এক প্রতিবেদনে ফিফা জানিয়েছে, তারা প্রাথমিক স্কোয়াডের তালিকা প্রকাশ করবে না। তবে দলগুলো চাইলে তা জানাতে পারবে। ছবিঃ সংগৃহীত।