Bubli-Shakib: অভিনেত্রী বুবলী মিডিয়ার সামনে মুখ খুললেন, শাকিবের সাথে সম্পর্কের

Published By: Khabar India Online | Published On:

এপার বাংলা, ওপার বাংলার মিডিয়া শবনম বুবলি ও শাকিব খানের সম্পর্ক নিয়ে সরগরম।

 কয়েকদিন আগেই নিজেদের সন্তান বীরের ছবি শেয়ার করে, চর্চা আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন ওপার বাংলার তারকা জুটি। সম্প্রতি এক মিডিয়ার কাছে শাকিব খানের সাথে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। অভিনেত্রীর এই কথাগুলো শোনার জন্যই এতদিন ধরে অপেক্ষায় ছিলেন সাধারণ থেকে মিডিয়ামহল।

আরও পড়ুন -  Tech: মোট পাঁচটি রঙে পাওয়া যাবে 'IPhone-13', জেনেনিন এর বিশেষ ফিচার গুলো

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বুবলি জানিয়েছেন, অভিনয়ের সূত্রেই অভিনেতার সাথে পরিচয় তার। ‘বসগিরি’ ছবিতে অভিনয়ের আগে থেকেই শাকিবের সাথে পরিচয় হয়েছিল বুবলির। ‘প্রিয়া রে’ ছবির সূত্র ধরেই প্রথম অভিনেতার সাথে পরিচয়। সেই সূত্রেই চেনা জানা। অভিনেত্রীর কথা অনুযায়ী, ‘বসগিরি’ ছবির শুটিংয়ের শেষের দিকেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তারপরেই প্রেম এবং বিয়ে। বর্তমানে নিজেদের সন্তান বীরকে নিয়ে বেশ ভালই রয়েছেন ওপার বাংলার এই তারকা জুটি।

আরও পড়ুন -  Brazil Election: দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু, ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের

মিডিয়ার তরফ থেকে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল তারা নিজেদের ছয় বছরের প্রেম কেন গোপন করে রেখেছিলেন? এর উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি কোন কিছুই কারোর কাছ থেকে গোপন করেননি।  তাকে বলতে শোনা গিয়েছে, কারোর অজানা নয় তিনি অন্তঃসত্ত্বা অবস্থাতেই শুটিংয়ে গিয়েছিলেন। শুটিং সেটের কর্মকর্তাদের পাশাপাশি পরিবারের প্রায় সকলেই তার মা হওয়ার কথা জানতেন। তার কথা অনুযায়ী তিনি কখনোই কারোর কাছ থেকে কিছু গোপন করে রাখেন নি। সোশ্যাল মিডিয়ার পাতায় যেটা রয়েছে, সেটা গুজব ছাড়া আর কিছুই না।

আরও পড়ুন -  আদর করতে দেখা গেছে নিরহুয়াকে খাটে শুয়ে স্ত্রী আম্রপালিকে, অভিনেত্রী উপভোগ করলেন, Bhojpuri Video

সোশ্যাল মিডিয়ার পাতায় বুবলির বেবি বাম্পের ছবি দেখে অনেক কথাই উঠেছিল। নিজেদের সম্পর্কের কথা সকলের সামনে জানিয়ে সমস্ত গুজবকে উড়িয়ে দিয়েছেন বুবলি-শাকিব।