ISL Football: সবুজ মেরুনের বড় জয়

Published By: Khabar India Online | Published On:

শিখা দেবঃ   সবুজ মেরুনের বড় জয়।

আই এস এল ফুটবলে দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে নিল এ টি কে মোহনবাগান। হারাল ৫-২ গোলে কেরল ব্লাস্টারস দলকে। এক গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত জয়ের পাশে পেত্রতোস হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান। ইভানের গোলে এগিয়ে যায়। কিছুক্ষণ বাদে পেত্রাতোস গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। বিরতির আগে কাউকোর গোলে সবুজ মেরুন শিবির এগিয়ে যায়। দ্বিতীয় পর্বে পেত্রতোস আবার গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। তারপরে কেরলের হয়ে রাহুল করেন।

আরও পড়ুন -  Sunny Leone: তাপমাত্রা বাড়িয়েছেন সানি লিওনি কালো পোশাকে, ভক্তদের চোখে ঘুম নেই

তারপরে আক্রমণ বাড়িয়ে এ টি কে মোহনবাগান আবার গোল করে। এবারের গোলদাতা রড রি গেজ। দ্বিতীয় পর্বের ইনজুরি সময়ে পেত্রতোস গোল করে হ্যাটট্রিক করে দলের জয় কে নিশ্চিত করে দেন।

আরও পড়ুন -  Ronaldo Nazario: রোনালদো, উপভোগ করবেন মেসির জয়

সৌজন্যে।