রুপচর্চার জন্য বাহিরের নানান রকম প্রসাধনী কিনে ব্যবহার করি। সঠিক প্রোডাক্ট না কিনলে ত্বকের মারাত্মক ক্ষতি হয়। কিন্তু ঘরোয়া উপায়ে রুপচর্চার মধ্যে কোন ক্ষতি নেই, এতে ত্বক রাখবে সুন্দর এবং সতেজ। আপনার রান্না ঘরে এমন চারটি উপাদান আছে যার মাধ্যমে ত্বকের যত্ন নিতে পারেন।
হলুদঃ কমবেশি প্রায় সবার ঘরেই হলুদ রয়েছে যা ত্বকের যত্নেও বেশ উপকারি। হলুদের গুড়ো জলে মিশিয়ে পেষ্ট তৈরি করে ব্যবহার করতে পাবেন, ত্বক গ্লো হবে।
দুধঃ ড্রাই স্কিনের জন্য দুধ বেশ উপকার। ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে দুধ। ফলের সাহায্যে নিয়মিত দুধ ত্বকে ব্যবহার করতে পারেন। ভালো উপকার পাবেন।
কফিঃ কফি খুব ভালো এক্সফ্লোয়েটর হিসেবে কাজ করে। ত্বকের ট্যান দূর করে। কফির সাথে চিনি মিশিয়ে বডি স্ক্রাব হিসেবেও ব্যবহার করুন।
বেসনঃ ন্যাচারাল ক্লিঞ্জার হিসেবে ভালো কাজ করে বেসন। বেসনের ফেস প্যাক নিয়মিত ব্যবহারের ফলে আপনার ত্বকের উজ্জলতা বৃদ্ধির পাশাপাশি ত্বকের সমস্যা সমাধান করতে সাহায্য করে। ছবিঃ সংগৃহীত।