Women’s Asia Cup: নারীদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত

Published By: Khabar India Online | Published On:

এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে ভারত নারীদের এশিয়া কাপে শ্রীলঙ্কাকে উড়িয়ে। শুরুতে বোলিং করে লঙ্কানদের ৬৫ রানে গুটিয়ে দেয় ভারতের বোলাররা।

লক্ষ্যতাড়া করতে নেমে ৮ উইকেট ও ৬৯ বল বাকি রেখেই জয়ের দেখা পেয়েছেন স্মৃতি-শেফালিরা।  সপ্তমবারের মতো এশিয়া সেরার মুকুট নিজেদের করে নিয়েছে ভারত।

শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। স্মৃতি মান্ধানার ২৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসে ৬৬ রানের লক্ষ্য তাড়াকে সহজ করে দিয়েছে ভারতের কাছে।

আরও পড়ুন -  মিশন মোড পর্যায়ে ভারতীয় রেল ২০৩০ সালের মধ্যে গণ পরিবহনে কার্বন নিঃসরণের পরিমাণ ‘নেট জিরো’ বা শূন্য মাত্রার নামিয়ে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে

সিলেটের মন্থর উইকেটে টস জিতে শুরুতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার নারীরা। ৮ রানে চামারি আতাপাত্তু রান আউট হয়ে সাঝঘরে ফেরেন। স্কোরবোর্ডে মাত্র এক রান যোগ করতেই আরও ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় লঙ্কানরা। এক পাশ আগলে লড়াইয়ের চেষ্টা করেছিলেন অশাধি রানাসিংয়ে। ১৩ রানের বেশি করতে পারেননি। ৩২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। শেষদিকে ইনুকা রানাওয়েরার অপরাজিত ১৮ রান করে কোনোমতে ৬৫ রান করে শ্রীলঙ্কা।

আরও পড়ুন -  ‘বদলা এখনও বাকি’, নিউজিল্যান্ডকে হারিয়ে ধোনির স্মরণে উদযাপন করছেন ভক্তরা

ভারতের হয়ে রেনুকা সিং সর্বোচ্চ ৩ উইকেট নেন। রাজেশ্বরী গায়কোয়াড় ২টি ও স্নেহ রানা ১টি উইকেট নেন।

৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলেন ওপেনার স্মৃতি মান্ধানা। দলীয় ৩২ ও ৩৫ রানে ২ উইকেট হারালেও আঁচ আসতে দেননি বাঁহাতি এই ব্যাটার। ৮ ওভার ৩ বলে ৮ উইকেট হাতে রেখে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ভারতের অধিনায়ক হারমানপ্রীত কর ১৪ বলে ১১ রানে অপরাজিত ছিলেন। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Arunita-Pawandeep: এই লাভ বার্ডস পাড়ি দেবেন কানাডায়