Congo: ১২ জনের শিরশ্ছেদ করেছে জঙ্গিরা, কঙ্গোতে

Published By: Khabar India Online | Published On:

 সন্দেহভাজন জঙ্গিরা ১২ জনকে শিরশ্ছেদ করে হত্যা করেছে কঙ্গোর পূর্বাঞ্চলীয় আইতুরির আইরুমুর একটি গ্রামে।

আইরুমুর সামরিক প্রশাসক কর্ণেল সাইরো সিম্বা সেখান থেকে ‘১২টি লাশ উদ্ধার করা হয়েছে’ বলে নিশ্চিত করেন।

স্থানীয় সুশীল সমাজ নেতা গুস্তাভ কাকানি এএফপি’কে বলেন, সশস্ত্র ব্যক্তিরা শুক্রবার সকালে আইতুরি প্রদেশের মসাম গ্রামে এই হামলা চালায়। তিনি আরো বলেন, নিহতদের মধ্যে নারী ও পুরুষ রয়েছে। সেখানে হাত-পা বাঁধা অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা হয়। হত্যা করার আগে তাদের ওপর অমানবিক নির্যাতনও চালানো হয় বরে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন -  Sudipta Chakrabarty: এনগেজমেন্ট সেরে ফেলল ইষ্টিকুটুম-র ‘বাহা’ - সুদীপ্তা!

এখনও পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। জঙ্গি গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক (এডিএফ) গ্রুপকে এই হামলার জন্য দায়ী করা হচ্ছে। তাদেরকে সেখানে প্রায় নিয়মিতভাবে সহিংসতা চালাতে দেখা যায়।

আরও পড়ুন -  ৩ ভারতীয় সেনার মৃত্যু, জঙ্গিদের গুলিতে

কঙ্গোর বিশৃংখলাপূর্ণ পূর্বাঞ্চলে ১২০টিরও বেশি সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে। তাদের মধ্যে এডিএফ গ্রুপকে সবচেয়ে বেশি সহিংসতাপূর্ণ কর্মকান্ড চালাতে দেখা যায়। কঙ্গোর কয়েক হাজার মানুষকে গলা কেটে হত্যা করায় এবং প্রতিবেশি দেশ উগান্ডায় বিভিন্ন বোমা হামলা চালানোর জন্য এই গ্রুপকে দায়ী করা হয়।

আরও পড়ুন -  শিলং আইআইএম আয়োজিত 'উত্তর-পূর্ব ভারতের উত্থান : হস্তশিল্পে কৌশলগত এবং উন্নয়নমূলক বধ্যবাধকতা' – শীর্ষক বৈদ্যুতিন সিম্পোসিয়ামের উদ্বোধন করলেন শ্রী অর্জুন মুন্ডা

সূত্রঃ  এএফপি।