পদ্মা নদীতে ধরা পড়লো বিশাল আকার মাছ।
আজ পদ্মা নদীতে ধরা পড়লো ১১ কেজি ওজনের বোয়াল মাছ। আজ অর্থাৎ শুক্রবার বাংলাদেশের উপজেলা এলাকায় পদ্মা নদীতে এ বিশালাকার বোয়াল মাছ ধরা পড়েছে। আনন্দ হালদার নামে এক জেলে পাবনা অধিবাসী এই বিশালাকার বোয়াল মাছটি ধরেছেন বলে জানা গেছে।
আরও পড়ুন - Short Film: ঘনিষ্ঠ দৃশ্য অবৈধ সম্পর্কের সাথে, এই শর্ট ফিল্মের মজা নিতে আগে দরজা বন্ধ করুন
মাছটি ধরবার পর তিনি মাছটিকে স্থানীয় আরোতে বিক্রি করবার জন্য নিয়ে আসেন। এক ব্যবসায়ী বিশালাকার বোয়াল মাছটি কুড়ি হাজার টাকার কাছাকাছি দাম দিয়ে কিনে নেন।