৭৮ দিনের বোনাসের ঘোষণা মোদি সরকারের, উপহার পেল রেলকর্মীরা দীপাবলীর আগে

Published By: Khabar India Online | Published On:

 চলতি মাসের শেষে দীপাবলি। এই দীপাবলীর মুখে কর্মীদের জন্য বড় সুখবর দিল ভারতীয় রেল। পুজো উপলক্ষে ৭৮ দিনের বেতন অতিরিক্ত পেতে চলেছেন রেলকর্মীরা। সূত্র মারফত জানা গিয়েছে, ১১ লাখ নন গ্যাজেটড রেল আধিকারিকরা কেন্দ্রের এই সিদ্ধান্তের জন্য পুজোর বোনাস পেতে চলেছেন। ফলে কেন্দ্রীয় সরকারের প্রায় ২ হাজার কোটি টাকা খরচ হবে।

আরও পড়ুন -  National Fair: ‘গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করা উচিত’: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গত বছরও রেল কর্মীদের ৭৮ দিনের অতিরিক্ত বেতন দিয়েছিল ভারতীয় রেল। ২০২০-২১ সালেও তারা এই বোনাস পেয়েছিল। এই বোনাস প্রোডাকশন লিংক বোনাস বা PLB ভিত্তিক। সূত্রের খবর, পিএলবি হিসাবে এক এক জন কর্মী সর্বাধিক ১৭,৯৫১ টাকা পাবেন। কাজের জন্য কর্মচারীদের আরো বেশি উৎসাহিত করতে এই বোনাসের ব্যবস্থা করে সরকার। কেন্দ্রের বিশ্বাস এর ফলে রেলের উৎপাদনশীলতা এবং কর্মক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে।

আরও পড়ুন -  President Resign: প্রেসিডেন্ট বুধবারই পদত্যাগ করবে শ্রীলঙ্কার, প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে

গত বছর বোনাসের জন্য রেলের পক্ষ থেকে মোট খরচ করা হয়েছিল ১৯৮৫ কোটি টাকা। চলতি বছরে সেই ব্যয়ের পরিমাণ কিছুটা বাড়লো। এবার খরচ হবে প্রায় ২ হাজার কোটি টাকা। সারা দেশজুড়ে রেলের নন গ্যাজেটড রেল আধিকারিকরা এই বোনাস পাবেন। এক্ষেত্রে ব্যতিক্রম থাকবেন RPF/RPSF আধিকারিকরা।

আরও পড়ুন -  Bank Holidays: নতুন বছরের জানুয়ারিতে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখুন RBI-এর প্রকাশিত তালিকা