টিআরপি চার্ট (TRP Chart)। এই সপ্তাহেও প্রথম পাঁচ এর মধ্যে নেই ‘মিঠাই’। কারা রইলো এগিয়ে আর কারা রয়েছে পিছিয়ে।
১) গৌরী এলো ৭.৫
২) জগদ্ধাত্রী ৭.০
৩) ধুলোকণা ৬.৭
৪) গাঁটছড়া ৬.৫
৫) খেলনা বাড়ি ৬.১
৬) আলতা ফড়িং ৫.৯
৭) সাহেবের চিঠি, মাধবীলতা, মিঠাই ৫.৮
৮) অনুরাগের ছোঁয়া ৫.৭
৯) নবাব নন্দিনী – ৫.৪
১০) লক্ষ্মী কাকিমা সুপারস্টার ৫.৩
১১) পিলু ৪.৭
১২) এক্কা দোক্কা ৪.৬
১৩) এই পথ যদি না শেষ হয় ৪.৫
১৪) হরগৌরী পাইস হোটেল ৪.৪
১৫) লালকুঠি, গুড্ডি – ৩.৬
১৬) উড়ন তুবড়ি ৩.৩
১৭) বোধিসত্ত্বর বোধবুদ্ধি ৩.১
১৮) গোধূলি আলাপ ২.৬
১৯) শিশু ভোলানাথ ২.০
২০) রাধাকৃষ্ণ ১.৪
প্রসঙ্গত, গত সপ্তাহে দুটি ধারাবাহিক ট্রোলিং এর শিকার হয়। ‘গুড্ডি’ ও ‘শিশু ভোলানাথ’ নিয়ে মানুষ শুরু করে নেগেটিভ সমালোচনা। ধারাবাহিক ‘গুড্ডি’ তে পরকীয়া সম্পর্ককে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে মনে করছেন দর্শকরা। অপরদিকে, ‘শিশু ভোলানাথ’ ধারাবাহিকে দেবীকে স্পোর্টস ব্রা পরানো হয়েছে বলে প্রতিবাদের ঝড় ওঠে।
রিয়্যালিটি শো
১) দিদি No.1, ৫.১
২) সা রে গা মা পা ৪.৩
৩) Dance Dance Junior ৪.১
৪) রান্নাঘর ১.০