Kim Jong Un: উত্তর কোরিয়া, দুটি পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে

Published By: Khabar India Online | Published On:

উত্তর কোরিয়া বুধবার পারমাণবিক বোমা বহনে সক্ষম ২টি দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা প্রত্যক্ষ করেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।

বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, কৌশলগত পারমাণবিক অস্ত্র পরিচালনার জন্য কোরিয়ান পিপলস আর্মিতে মোতায়েন করা ক্রুজ ক্ষেপণাস্ত্রের “লড়াই দক্ষতা এবং শক্তি বৃদ্ধি” করার লক্ষ্যে বুধবার অনুষ্ঠিত এই পরীক্ষা।

আরও পড়ুন -  Missiles: ক্ষেপণাস্ত্র ছুড়লো যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়াকে জবাব দিতে

কেসিএনএর প্রতিবেদন অনুসারে, ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলি সমুদ্রের উপর দিয়ে ২ হাজার কিমি ভ্রমণ করেছিল এবং অনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পরীক্ষাটি ‘শত্রুদের’ জন্য আরেকটি স্পষ্ট সতর্কবাণী বলে জোর দিয়ে কিম বলেন, উত্তর কোরিয়াকে যেকোনও সময় যেকোনো গুরুত্বপূর্ণ সামরিক সঙ্কট ও যুদ্ধ সংকটকে দৃঢ়ভাবে প্রতিহত করতে প্রস্তত থাকতে হবে। পারমাণবিক কৌশলগত সশস্ত্র বাহিনীর অপারেশনাল ক্ষেত্রকে প্রসারিত করা চালিয়ে যাওয়া উচিত এবং সম্পূর্ণভাবে উদ্যোগ নেয়া উচিত।
মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র উৎক্ষেপণের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, ওয়াশিংটন উত্তর কোরিয়ার সৃষ্ট হুমকি মোকাবেলায় মিত্র ও অংশীদারদের সাথে সমন্বয় সাধনে মনোনিবেশ করেছে।

আরও পড়ুন -  Kim Jong Un: কিম জং উন ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে, মেয়ের সঙ্গে

আগে সোমবার, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে যে, কিম দুই সপ্তাহের নির্দেশিত পারমাণবিক কৌশলগত অনুশীলনের তত্ত্বাবধান করেছেন। যার মধ্যে একটি নতুন মধ্যবর্তী-রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইআরবিএম) পরীক্ষা রয়েছে যা দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক যৌথ নৌ মহড়ার প্রতিবাদ হিসাবে জাপানের উপর দিয়ে নিক্ষেপ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র যেটি পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী রণতরী, ইউএসএস রোনাল্ড রিগানের সাথে জড়িত।

আরও পড়ুন -  কলকাতার সর্ববৃহৎ ফ্যাশান ও লাইফস্টাইল মেলার অনুষ্টিত হচ্ছে দ্য পার্ক গ্যালাক্স হলে

সূত্রঃ  আলজাজিরা। ছবিঃ সংগৃহীত।