রাজ্যবাসীর জন্য সুখবর। নবান্নের শীর্ষ মহলের দাবি, এতদিন যাবৎ রাজ্যজুড়ে প্রায় ৫ কোটি ৬০ লক্ষ মানুষকে দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্পগুলির মাধ্যমে সুবিধা দেওয়া হয়েছে।
গোটা রাজ্য জুড়ে চার দফায় দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়েছে। এ বারে পঞ্চম দফায় দুয়ারে সরকার রাজ্য জুড়ে অনুষ্ঠিত হওয়া বাকি। নবান্নের শীর্ষ মহলের মতে, সামনেই পঞ্চায়েত ভোট, তাই পঞ্চায়েত ভোটের আগে এই ক্যাম্প বিশেষ প্রভাব ফেলবে সাধারণ মানুষের মনে।
দুয়ারে সরকারের (Duare Sarkar) প্রথম দিকে মোট ১২ টি প্রকল্পের সুবিধা দেওয়া হত। রাজ্য সরকার তা বাড়িয়ে ২৫টি করেছে।
১) খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী এবং শিক্ষাশ্রী
২) জাতিগত শংসাপত্র, তপশিলি বন্ধু, জয় জোহার, মানবিক এবং কৃষক বন্ধু
৩) লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য এবং আধার সংক্রান্ত তথ্য
৪) কৃষি ও প্রাণী সম্পদ দফতরের কিষাণ ক্রেডিট কার্ড, ওয়েবার ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীগুলির ক্রেডিট লিংক, কৃষির পরিকাঠামো সংক্রান্ত তথ্য ও মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন
৫) জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এবং প্রতিবন্ধীদের শংসাপত্র সংক্রান্ত আবেদন
নবান্ন সূত্রে খবর, আগামী, ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে, ৩১ ডিসেম্বর এর মধ্যে সকলের সমস্ত আবেদনপত্রের নিষ্পত্তি হবে।