Police Shot: আহত কিশোর, গাড়িতে বসে বার্গার খাওয়ার সময় পুলিশের গুলি

Published By: Khabar India Online | Published On:

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান অ্যান্তনিওতে ম্যাকডোনাল্ডের পার্কিংয়ে গাড়িতে বসে বার্গার খাওয়ার সময় গুলি করে পুলিশ। গুরুতর আহত ওই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের গুলিতে আহত হওয়া ওই কিশোরের নাম এরিক ক্যান্টু, বয়স ১৭ বছর।

পুলিশ বলছে, জেমস ব্রেনান্ড নামের এক পুলিশ কর্মকর্তা ফাস্ট-ফুড জয়েন্টে গোলযোগ হচ্ছে বলে ফোন পেয়ে সেখানে দ্রুত ছুটে যান। তিনি ধারণা করেন যে, যে ছেলেটি গাড়িতে বসে আছে সেই গাড়িটি আগের রাতে পুলিশকে দেখে পালিয়ে গিয়েছিল।

আরও পড়ুন -  Plane Crashes: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে, একটি প্লেন দুর্ঘটনার কবলে

ঘটনার সময় গাড়ির ভেতরে বসে এক বন্ধুসহ বার্গার খাচ্ছিলেন ওই কিশোর। হঠাৎই গাড়ির দরজা খুলেন ওই পুলিশ কর্মকর্তা। সে গাড়ির দরজা বন্ধ করতে চাইলে বেশ কয়েকটি গুলি করা হয় তাকে।

আরও পড়ুন -  Weather Update: আজকে চলছে ভোটের গণনা, আকাশের মুখও ভার, ঝড়বৃষ্টি কি হবে?

ওই কিশোরের আইনজীবী জানিয়েছেন, সে হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার, ২ অক্টোবরের ওই ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জেমস ব্রেনান্ডকে বরখাস্ত করা হয়েছে।

 ওই কিশোরের বিরুদ্ধে পুলিশকে লাঞ্চিত করার অভিযোগ আনা হয়েছিল। তবে বেক্সার কাউন্টির জেলার অপরাধবিষয়ক অ্যাটর্নি জো গঞ্জালেস শুক্রবার ঘোষণা করেন যে, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।

আরও পড়ুন -  Haryanvi Dance: স্টেজ ডান্স এ জনপ্রিয়তা পাচ্ছেন কোমল চৌধুরী, পুরুষ ভক্তরা সৌন্দর্যে পাগল

 এরিকের গাড়িটি চুরি হয়েছে নাকি প্রকৃতপক্ষে অন্য লাইসেন্স বা নেমপ্লেট ব্যবহার করেছে তা পুলিশ নিশ্চিত করেনি। বিষয়টি তদন্ত করছে জেলা অ্যাটর্নি অফিস।

সূত্রঃ  ইয়াহু নিউজ। ছবিঃ সংগৃহীত।