Hill Girl Called: হড়পা বানে নদীর জল থেকে মৃতদেহ খুঁজে বার করতে ডাক পড়লো, পাহাড়ি কন্যার

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   হড়পা বানে নদীর জল থেকে মৃতদেহ খুঁজে বার করতে ডাক পড়লো পাহাড়ি কন্যার।

পাহাড়ি কন্যা নাম শান্তা রাই, কালিম্পং জেলায় বসবাস তার। পাহাড়ি নদীগুলি নখদর্পণে শান্তার। নদীর গতি প্রকৃতি সম্বন্ধে বিস্তর জ্ঞান রয়েছে তার। তার নেশা দুর্ঘটনার কবলে নদীর জলে ভেসে যাওয়া মানুষদের রেসকিউ করা। জল দেখলে যখন আমরা একশো পাই পিছিয়ে যাই, শান্তা রাই এর কুছপরোয়া নেহি, এই পর্যন্ত অনেক মানুষের জীবন বাঁচিয়েছে সে।

আরও পড়ুন -  Post Office Scheme: নিয়মে এলো কড়াকড়ি, এই কাজটি না করা হলে বন্ধ হয়ে যাবে পোস্ট অফিসের স্কিম

দশমীর রাতে প্রতিমা নিরঞ্জনের সময় মাল নদীতে হড়পা বান এর কবলে পড়ে অনেকেই। জলের তলে ভেসে গিয়েছে অনেক মানুষ। মৃতদেহ গুলি নদীর জল থেকে খুঁজে বার করতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। এই পরিস্থিতিতে ডাক পড়েছে পাহাড়ি কন্যার, পাহাড়ি কন্যার উপর প্রশাসনের ভরসা রয়েছে। মাল নদী সহ পাহাড়ি নদীগুলিকে নকদর্পণে চেনে সে। ইতিমধ্যেই স্থানীয়দের নিয়ে একটি রেসকিউ টিম তৈরি করে কাজ শুরু করে দিয়েছে শান্তা।

আরও পড়ুন -  সমগ্র ভারত মণিপুরবাসীর পাশেই রয়েছেঃ প্রধানমন্ত্রী