Punarjanm 3: ‘পুনর্জন্ম ৩’ এর জয়জয়কার, ট্রেন্ডিংয়ে শীর্ষে

Published By: Khabar India Online | Published On:

গত বছর ‘পুনর্জন্ম’র দুই কিস্তি মুক্তির পর দর্শকেরা অধির আগ্রহে অপেক্ষা করছিলেন অন্তিম পর্বের। রবিবার রাতে ইউটিউবে মুক্তি পেলো তৃতীয় কিস্তি ‘পুনর্জন্ম ৩’। প্রিমিয়ারের সময়ে প্রথমবারের মত দেশি কোন কনটেন্ট একযোগে ষাট হাজারেরও বেশি দেখেছে। হাজারো দর্শকের প্রশংসা।

 ‘পুনর্জন্ম ৩’ প্রথম কোনো দেশি কন্টেন্ট যা ইউটিউবে অবমুক্ত হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ট্রেন্ডিংয়ে শীর্ষস্থান দখল করলো।

আরও পড়ুন -  Cricket News: অনুষ্কা শর্মাকে পেছনে ফেলবে সুরেশ রায়নার স্ত্রী সৌন্দর্যে, ফটোগ্যালারী দেখে নিন

ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজে জুটি বেধে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন। আরও অভিনয় করেছেন খায়রুল বাসার, কাজী নওশাবা, শাহেদ আলী এবং সেন্টু প্রমুখ।

সিরিজটি দেখে আরিফ আহমেদ নামের এক দর্শক নিজের অনুভূতি ব্যক্ত করে ইউটিউবে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘বাংলাদেশে এর চাইতে সুন্দর নাটক আর দেখিনি। নাটকটা দেখার জন্য এক বছর অপেক্ষা করেছি। অবশেষে আমাদের মাঝে আসল নাটকটা। ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমার জীবনের দেখা সেরা একটা নাটক। এই নাটকটা বিভিন্ন ভাষায় ডাবিং করা উচিৎ।’ শফিকুল লিখেছেন, ‘সত্যিই মুগ্ধ আমি। একটা নাটক কীভাবে এত সুন্দর হতে পারে! পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।’

আরও পড়ুন -  খেজুর রস ও শীতকালের সম্পর্ক চিরকালের

ইব্রাহিম নামের এক দর্শক লিখেছেন, ‘বাংলার ইতিহাসে এই পুর্নজন্ম সিরিজটা স্মরণীয় হয়ে থাকবে। এত নিখুঁত অভিনয় আফরান নিশো ও মেহজাবীন ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব না।’

আরও পড়ুন -  Dance Video: বেলি নাচ প্রদর্শন এই যুবতীর, ‘বেশারাম রাঙ্গ’এর‌ তালে, ভিডিও ভাইরাল

সানজিদা তৃষা লিখেন, ‘বাংলা নাটকের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নাটক পুর্নজন্ম চিরস্মরণীয় হয়ে থাকবে। একমাত্র ভিকি জাহেদই পারে কিভাবে অভিনয়কে বাস্তব রুপ দিয়ে মানুষের মন জয় করা যায়। ধন্যবাদ পুর্নজন্মের টিমকে। রাফসান হকের রান্না কখনো খারাপ হতেই পারে না।’

 নাটকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজেদের ভালো লাগার অনুভূতি শেয়ার করছেন।