Durga Pujo-2022: বেলুড় মঠে আজ থেকে শুরু মায়ের আরাধনা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ    বেলুড় মঠে আজ থেকে শুরু মায়ের আরাধনা

আজ মহাষষ্ঠী,দেবীর বোধন।আজ থেকে মায়ের আরাধনা শুরু হয়ে গেল বেলুড় মঠে, এবারে বেলুড় মঠের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। গত দুই বছর করোনা এর কারণে বন্ধ ছিল বেলুড় মঠের দরজা।

আরও পড়ুন -  হাওয়া অফিস জানিয়েছে, কয়েকটি জেলায় বৃষ্টি হবে আজ

আজ সকালে থেকেই মায়ের আরাধনায় প্রস্তুতি সেরে নিচ্ছে বেলুড় মঠ। আজ সন্ধায় রয়েছে দেবীর বোধন,আমন্ত্রণ ,অধিবাস। বেলুড় মঠের পুজো মানেই এক দুর্দান্ত আমেজ। গত দুই বছর করোনা ,লকডাউনের কারণে সেই আমেজে বাঁধা দিয়েছিল।এইবার কিন্তু অনেকটাই স্বাভাবিক সব কিছু, তাই বেলুড় মঠের পুজো আবার সাভাবিক ছন্দে ফিরেছে।

আরও পড়ুন -  অশান্তি থেকে বেরিয়ে এখন পারফেক্ট কাপল কৌশিক-লাবণী