Nusrat Jahan Puja: প্রস্তুতি নুসরাতের, সব ভুলে পূজোয় জমিয়ে খাওয়াদাওয়া

Published By: Khabar India Online | Published On:

দুর্গাপূজো মানে নতুন জামা-কাপড়, মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা আর সঙ্গে জমিয়ে খাওয়া-দাওয়া। দুর্গাপূজোয় ডায়েটের কোনও পরোয়া নয়।

মন খুলে পছন্দের জিনিসে ভাগ বসানো। কিন্তু নায়ক-নায়িকাদের পক্ষে কি আর সম্ভব হয় সব ভুলে শুধু পূজো উপভোগ করা! নিজেদের ছিপছিপে শরীর ধরে রাখার বা়ড়তি চাপ সব সময়ই থাকে।

আরও পড়ুন -  Cormac McCarthy: পুলিৎজার জয়ী লেখক করম্যাক ম্যাকার্থি প্রয়াত

 তৃতীয়ার দিন সাফ ঘোষণা করে দিলেন সাংসদ অভিনেত্রী নুসরাত, তিনি আর কোনও ডায়েট করবেন না। পূজো এসে গেছে আর ডায়েট করলে কি চলে! সে কথাই স্পষ্ট লিখলেন নায়িকা। পরনে ডোরা কাটা বিকিনি। তন্বী চেহারা, উঁকি দিচ্ছে মেদহীন নিতম্ব, তবে এই সব কিছুই আপাতত আলমারিতে তালা চাবি দিয়ে তুলে রাখতে চান।

আরও পড়ুন -  Pooja Bedi: পূজা বেদীকে, অর্ধনগ্ন হয়ে পুরুষ মডেলের সঙ্গে যে জিনিস করতে হয়েছিল