T20: ভারতের সিরিজ জয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে

Published By: Khabar India Online | Published On:

 টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত।

হায়দরাবাদের রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ক্যামেরুন গ্রিন ও টিম ডেভিডের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ১৮৬ রানের সংগ্রহ করে অস্ট্রেলিয়া। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের দারুণ ব্যাটিংয়ের পর পাণ্ডিয়ার ক্যামিও ইনিংসে ১ বল হাতে রেখেই জয়ের দেখা পায় ভারত।

আগে ব্যাটিংয়ে নেমে ৭ রান করেই উইকেট হারান অ্যারন ফিঞ্চ। একপ্রান্তে ঝড়ো ব্যাটিংয়ে ভালো শুরু এনে দেন ক্যামেরুন গ্রিন। ২১ বলে ৩ ছক্কা ও ৭ চারে ৫২ রান করে তিনি শিকার হন ভুবনেশ্বর কুমারের। ব্যাট করতে নেমে পরপর উইকেট হারান স্টিভেন স্মিথ (৯) ও গ্লেন ম্যাক্সওয়েল (৬)।

আরও পড়ুন -  T20 World Cup: নিউজিল্যান্ড, চ্যাম্পিয়নদের গুড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু

পঞ্চম উইকেটে বিপদে পড়ে দলকে ম্যাচে ফেরান জস ইংলিস ও টিম ডেভিড। গড়েন ২৪ বলে ৩১ রানের জুটি। অবশ্য অক্ষর প্যাটেল এটি ভেঙে দেন। ২৪ রান করে বিদায় নেন ইংলিশ।

শেষদিকে অর্ধশতক পূর্ণ করেন টিম ডেভিড। ড্যানিয়েল শামসের সঙ্গে ৩৪ বলে ৬৮ রানের জুটি গড়ে দলের সংগ্রহ নিয়ে যান ১৮৬ রানে।

আরও পড়ুন -  Sri Lanka: ৬ উইকেটে ১৫৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস

ভারতের পক্ষে ৩ উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল। একটি করে উইকেট পান ভুবনেশ্বর, চাহাল ও হার্শাল।

 ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারান লোকেশ রাহুল। তিনে নেমে রোহিত শর্মাকে সঙ্গ দেন বিরাট কোহলি। ১৪ বলে ১৭ রান করে রোহিতও অবশ্য বিদায় নেন। এরপর কোহলির সঙ্গে ১০৪ রানের দারুণ জুটি গড়েন সূর্যকুমার যাদব। ৩৬ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে সূর্যকুমার বিদায় নিলে জুটি ভেঙে যায়।

আরও পড়ুন -  Lithium Mining: প্রথম লিথিয়াম খনির খোঁজ মিলল, হদিস ৫টি সোনার খনিরও

সূর্য বিদায় নিলে একপ্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যাওয়া কোহলিকে সঙ্গ দেন হার্দিক পাণ্ডিয়া। শেষ ওভারে এসে উইকেট হারান কোহলি। এর আগে খেলে যান ৬৮ বলে ৬৩ রান ঝকঝকে এক ইনিংস। পাণ্ডিয়া অবশ্য ক্যামিও ইনিংস খেলে শেষপর্যন্ত দলের জয় নিশ্চিত করেন। ১৬ বলে ২৫ রানে অপরাজিত থেকে যান। ছবিঃ সংগৃহীত।