TRP: পাঁচ থেকেই ছিটকে গেল ‘মিঠাই’! টপারের আসনে ‘ধুলোকণা’

Published By: Khabar India Online | Published On:

 অনেকদিন ধরে লীনা গঙ্গোপাধ্যায়ের গল্প ফ্লপ চলছিল। এবারে সপ্তাহের সেরা হল লালন-ফুলঝুরি’র কেমিস্ট্রি। পিছিয়ে নেই খড়ি-ঋদ্ধিও। সেয়ানে সেয়ানে টক্কর চলছে ধুলোকণা ও আলতা ফড়িং এর। প্রথম তিনের মধ্যে আছে ধুলোকণা, আলতা ফড়িং, গাঁটছড়া, এবং, গৌরী এলো। যদিও গৌরী এলো ধারাবাহিকের নতুন প্রোমো দেখে দর্শকরা খুবই বিরক্ত। অনেকেই নতুন নতুন প্রোমো দেখে ছিঃ ছিঃ করেছে, কেউ কেউ আশাবাদী মিঠাই ঠিক ফিরবে পুরোনো ছন্দে। সূত্রের খবর, পুজোর পর শেষ হতে পারে মোদক পরিবারের মিষ্টি গল্প মিঠাই।

আরও পড়ুন -  বৃহত্তর উদ্যোগের মাধ্যমে রাজ্যে ব্যাপক কর্মসংস্থান, অগাস্টেই ৩ দিন ব্যাপী

১) ধুলোকণা – ৮.২
২) আলতা ফড়িং – ৮.০
৩) গাঁটছড়া / গৌরী এলো – ৭.৯
৪) লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৭.৩
৫) জগদ্ধাত্রী – ৭.১

৬) মিঠাই – ৭.০
৭) সাহেবের চিঠি – ৬.৬
৮) খেলনা বাড়ি – ৬.১
৯) অনুরাগের ছোঁয়া – ৬.০
১০) মাধবীলতা – ৫.৮

আরও পড়ুন -  বিশিষ্ট সমাজসেবী ডাক্তার বিবেকানন্দ দাগস এর স্মৃতির উদ্দেশ্যে কালী পূজা উপলক্ষে দুঃস্থদের কম্বল দান ও রক্তদান শিবিরে

১১) এই পথ যদি না শেষ হয় – ৫.৫
১২) নবাব নন্দিনী – ৫.৪
১৩) এক্কা দোক্কা – ৫.০
১৪) লালকুঠি, পিলু – ৪.৯
১৫) হরগৌরী পাইস হোটেল – ৪.৭

আরও পড়ুন -  পুঁটি মাছের জনপ্রিয় রেসিপির নির্দেশিকা

১৬) বোধিসত্ত্বর বোধবুদ্ধি – ৩.৯
১৭) গুড্ডি – ৩.৮
১৮) উড়ন তুবড়ি ৩.৫
১৯) গোধূলি আলাপ – ৩.২
২০) শিশু ভোলানাথ – ২.২

রিয়্যালিটি শো ( Reality show Bengali)

১) দিদি No.1 – ৬.৫
২) সা রে গা মা পা – ৫.৬
৩) Dance Dance Junior – ৩.৬
৪) রান্নাঘর – ১.৩