Titanic: ‘টাইটানিক’র নায়িকা, শুটিংয়ে আহত হয়ে হাসপাতালে

Published By: Khabar India Online | Published On:

ক্রোয়েশিয়ায় ‘লি’ সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়েছেন ‘টাইটানিক’ খ্যাত হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গেছে, শুটিং-এর সময় পা পিছলে পড়ে গিয়েছেন কেট। এরপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো। চলতি সপ্তাহেই শুটিং-এ ফিরবেন অভিনেত্রী।

আরও পড়ুন -  ‘শ্রীময়ী’র শেষ মুহূর্তে বড়ধাক্কা সকল ফ্যানেদের জন্য, ভিডিও দেখুন

‘লি’ ছবিতে লি মিলারের চরিত্রে অভিনয় করছেন। লি এককালে ‘ভোগ’ পত্রিকার মডেল ছিলেন। পরে ফটো সাংবাদিকের চাকরি করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পত্রিকার হয়ে বহু ছবি তোলেন তিনি। ছবিটির পরিচালনা করছেন এলেন কুরাস। কেট ছাড়াও ছবিতে রয়েছেন জুড ল, মারিয়ন কোটিলার্ড, জশ ও’কনর।

আরও পড়ুন -  Andrew Symonds: অজি তারকা সাইমন্ডস গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন

সূত্রঃ  ইন্ডিয়ান এক্সপ্রেস।