Silky Hair: এক উপাদানে করে ফেলুন সিল্কি চুল, পুজোর আগে

Published By: Khabar India Online | Published On:

উৎসবের সময় চুল যদি ঝলমলে আর উজ্জ্বল দেখায় তাহলে উৎসবের সাজ এর সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। সামনে এসে গেছে দুর্গাপুজো, চাই ঝলমলে ও সিল্কি চুল। পাবেন মাত্র একটি হেয়ার প্যাক ব্যবহার করতে হবে।

আরও পড়ুন -  Durga Pujo: গ্লোয়িং স্কিন পুজোর আগে কি ভাবে?

সেই জন্য নিতে হবে মেথি বাটা। মেথি চুল কে সিল্কি এর পাশাপাশি চুলকে ঘন এবং মজবুত করে।

মেথির সাথে নারিকেল তেল অথবা অলিভ অয়েল মিশিয়ে সম্পূর্ণ চুলে ব্যবহার করে অপেক্ষা করুন ২৫-৩০ মিনিট। তারপর ভালো করে শ্যাম্পু করে নিলে হয়ে যাবে।

আরও পড়ুন -  Srabanti Chatterjee: সময় কাটাচ্ছেন শ্রাবন্তী, অল্পবয়সী যুবকের সাথে, সমালোচনার ঝড়

দুর্গাপুজোর আগে অন্তত ২ থেকে ৩ বার ব্যবহার করুন। এই হেয়ার প্যাক ব্যবহার করলে আপনি খুব দ্রতই ঝলমলে সিল্কি চুল পেয়ে যাবেন। ছবিঃ  সংগৃহীত।