Ocean: ভারতের দ্বিগুণ আকারের বিশাল অরণ্যাঞ্চল, মহাসমুদ্রের নিচে!

Published By: Khabar India Online | Published On:

সমুদ্রের নিচে আলাদা এক জগৎ আছে। এই জগৎ নিয়ে বহু সন্ধান বহু গবেষণা হয়েছে।

সম্প্রতি এমন এক বিস্ময় জগৎ আবিষ্কৃত হয়েছে। সমুদ্রের নিচে হদিশ মিলেছে এক অজানা অরণ্যাঞ্চল। সুবিস্তৃত এই অরণ্য আকারে ভারতের দ্বিগুণ!

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ভূমিরূপের নিচে এই বিশাল অরণ্যাঞ্চলের খোঁজ পাওয়া গেছে। এই অজানা অরণ্যটিতে রয়েছে বিপুল পরিমাণ কেল্প, কেল্প এক ধরনের শৈবাল।

আরও পড়ুন -  Ballon D: তালিকায় নেই মেসি-নেইমার, ব্যালন ডি’অরের

সমুদ্রের নিচে অরণ্যাঞ্চল নতুন নয়,আমাজনে, বোর্নিয়োতে এবং কঙ্গোতে এর আগেও এই ধরনের সবুজের সন্ধান মিলেছে।

এই বার যেটির খোঁজ পাওয়া গেছে সেটি তার আয়তন দিয়েই তাক লাগিয়ে দিয়েছে! ভারতের আকারের দ্বিগুণ!

আরও পড়ুন -  Saffron: জাফরান অত্যন্ত কার্যকরী ত্বকের যত্নে

মাটির ওপরের অরণ্যাঞ্চলে যেমন নানা ধরনের উদ্ভিদ থাকে, সাগরতলার এই অজ্ঞাত অরণ্যেও নানা ধরনের উদ্ভিদের মেলা।

 বিশাল আকারের দৈত্যাকার সব শৈবাল রয়েছে, রয়েছে সি ব্যাম্বু। মেরিন ফরেস্ট কিন্তু ক্রমশ কমবে, যদি সমুদ্রাঞ্চল ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই প্রকৃতির এই আশ্চর্য নিয়ে এখন বিজ্ঞানীরা খুবই রোমাঞ্চিত। সূত্রঃ  জি নিউজ। ছবিঃ  জি নিউজ।

আরও পড়ুন -  Aparajita Adhya: লক্ষ্মী পুজো মানে, অপরাজিতা'র বাড়ির পুজো, চমক রয়েছে ভোগের মেনুতে!