Janhvi Kapoor: ভক্তরা জাহ্নবীর রূপের আগুনে পুড়ছেন!

Published By: Khabar India Online | Published On:

জাহ্নবী কাপুর। রূপ-লাবণ্যে মায়ের ছাপ পেয়েছেন। আবার পেশা হিসেবেও বেছে নিয়েছেন অভিনয়। এখন জাহ্নবী হিন্দি সিনেমার তরুণ তারকা।

সোশ্যাল মিডিয়াতেও ভীষণ জনপ্রিয় জাহ্নবী। ইনস্টাগ্রামে তার অনুসারী সাড়ে ১৫ মিলিয়ন। আকর্ষণীয় সব ছবি-ভিডিও পোস্ট করে মাতিয়ে রাখেন অনুসারীদের। আবার নিজের রূপের আগুনে ভক্তদের হৃদয় পুড়িয়ে দিলেন অভিনেত্রী।

আরও পড়ুন -  Janhvi Kapoor: জাহ্নবী অনুশীলন চালিয়ে যাচ্ছেন হেলমেট পরে, ক্রিকেট মাঠে, কেন?

রবিবার আবেদনময়ী ভঙ্গিমায় তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন জাহ্নবী। পরনে সাদা ক্রপ টপ আর তাকিয়েছেন মা শ্রীদেবীর মতো গভীর ও মায়াবী চোখে।

এতেই কুপোকাত ভক্তরা। রাতারাতি ছবিগুলো ছড়িয়ে যায় নেট দুনিয়ায়। ইনস্টাগ্রামেই হাজার হাজার মন্তব্য।

আরও পড়ুন -  Srabanti Chatterjee: ১৬ বছর বয়স মনে হচ্ছে, ফিনফিনে নাইটিতে শ্রাবন্তী, ভিডিও ভাইরাল

বলিউডের তরুণ নায়িকাদের মধ্যে অনেকখানি এগিয়ে জাহ্নবী কাপুর। একাধিক আলোচিত ও সফল সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ে যেমন দক্ষতার ছাপ ফেলছেন, আবার শরীরী আবেদনেও মাতিয়ে যাচ্ছেন দর্শকদের।

প্রাপ্তি আর প্রশংসার ভিড়ে বিতর্কেও জড়িয়েছে জাহ্নবীর নাম। বহুল আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সখ্য ছিল বলে জানা যায়। ২০০ কোটি টাকার প্রতারণায় জড়িত সুকেশ নাকি জাহ্নবীকে ১৮ লাখ টাকার উপহার দিয়েছিলেন। বিষয়টি এখনো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তদন্তের আওতায় রয়েছে।  ছবিঃ  হিন্দুস্থান টাইমস।

আরও পড়ুন -  Janhvi Kapoor: ব্লাউজ ছাড়াই ক্যামেরার সামনে জাহ্নবী