Giorgia Andriani: আরবাজ খানের বান্ধবী জর্জিয়া, বিমানবন্দরে পৌঁছলেন এই টপ পরে, ভক্তদের উড়ল হুঁশ

Published By: Khabar India Online | Published On:

আরবাজ খান বলিউডের জনপ্রিয় একটি নাম।

 ইন্ডাস্ট্রিতে তার যে একটা আলাদা পরিচিতি রয়েছে, তা বলাই বাহুল্য। মালাইকা আরোরার সাথে দীর্ঘ সম্পর্কের পর বিয়ে করেছিলেন তারা। তবে তাদের বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘটেছে অনেকদিনই।

মালাইকা আরোরা আপাতত অর্জুন কাপুরের সাথে চুটিয়ে প্রেম করছেন, সময় কাটাচ্ছেন একান্তে। আরবাজ খানও প্রেম করছেন তার সুন্দরী প্রেমিকা জর্জিয়া এন্দ্রেয়ানির সাথে। উল্লেখ্য, তিনি মডেল হওয়ার পাশাপাশি একজন অভিনেত্রীও।

আরও পড়ুন -  করোনা মহামারী সত্বেও খরিফ শস্যের চাষ ও ফসল ঘরে তোলার ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর

জর্জিয়া এন্দ্রেয়ানি সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে সক্রিয়। প্রায়ই একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। তিনি যথেষ্ট বোল্ড একজন মডেল-অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই জানা যায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় পাপারাজিৎদের দ্বারা ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবির সূত্র ধরেই নেটনাগরিকদের মাঝে চর্চার আলোয় জর্জিয়া। মুম্বাই এয়ারপোর্টে বোল্ড লুকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন জর্জিয়া। সেই ছবিগুলি মুহূর্তে গোটা নেটদুনিয়ার পারদ চড়িয়েছে।

আরও পড়ুন -  সাহসিকতার সীমা অতিক্রম করলেন Urfi Javed, কালো শঙ্কু আকৃতির ব্রালেট পরে

ছোট-বড় কোন তারকারাই পাপারাজিৎদের হাত থেকে মুক্তি পান না। তাদের চোখ গোটা মুম্বাই শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি সেই চোখেই ধরা পড়েছেন আরবাজ প্রেমিকা। মুম্বাই এয়ারপোর্টে ঢোকার সময়ই দেখা মিলেছে। তার পরনে লো-ওয়েস্ট জিন্স ও সাদা ডিপ নেক ক্রপ টপ ছিল। সাজ পূরণ করার জন্য হালকা মেকাপে, খোলা চুলে ছিলেন তিনি। সাথে পরেছিলেন একটি ফ্ল্যাট চটিও।

আরও পড়ুন -  সুপারহিট আরও একটি সিনেমা, কামিয়ে নিয়েছে দ্বিগুণ টাকা

এয়ারপোর্টে পাপারাজিৎদের দেখে এড়িয়ে যাননি তিনি। সম্ভবত মুম্বাইতে আরবাজ খানের কাছেই এসেছিলেন তিনি। আপাতত অভিনেত্রীর এই এয়ারপোর্ট লুক ছিল বেশ রিভিলিং।