Nepal: ১৪ জনের মৃত্যু, নেপালে ভূমিধসে

Published By: Khabar India Online | Published On:

 তুমুল বৃষ্টিপাতের কারণে নেপালের পশ্চিমাঞ্চলে ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শনিবার কর্মকর্তারা জানান, নিখোঁজ আরও ১০ জনের সন্ধানে দুর্যোগস্থলে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।

আরও পড়ুন -  Gujarat: বিষাক্ত মদপানে নিহত ২১ গুজরাটে, ৩০ জন হাসপাতালে

পুলিশের মুখপাত্র ধন বাহাদুর কার্কি জানায়, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় ভূমিধসে ৫টি ঘর মাটিচাপা পড়েছে উদ্ধারকর্মীরা কর্দমাক্ত জঞ্জাল সরিয়ে আহত ও মৃতদের উদ্ধার করেছেন।

আরও পড়ুন -  Pension Updates: বড় ধাক্কা পেনশনভোগীদের জন্য, কমতে চলেছে টাকা

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় গণমাধ্যমের ফুটেজে উদ্ধারকর্মীদেরকে হাত দিয়েই কাদা জল সরিয়ে নিখোঁজদের সন্ধান চালাতে দেখা গেছে। নিখোঁজ ১০ জন জঞ্জালের নিচে আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন -  ৫৪ জন টেট উত্তীর্ণকে, পুজোর আগেই চাকরি দিতে হবে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পর্ষদকে

কর্মকর্তারা জানান, উদ্ধার পাওয়া আহতদের দ্রুততার সঙ্গে কাছাকাছি একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে নেপালের পার্বত্যঞ্চলে প্রায়ই হড়কা বান ও ভূমিধস দেখা যায়। ছবিঃ সংগৃহীত।