অজানা কাহিনী ‘ বলরাম ‘

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   অজানা কাহিনী ‘ বলরাম ‘

কলকাতা ময়দানে ষাটের দশকে ফুটবলার বলরাম বলতে সবাই স্বপ্ন দেখতেন। লাল হলুদ জার্সি গায়ে যখন তিনি মাঠে নামতেন, তখন কী উল্লাস। সে ভাবতে অবাক হতে হয়। ভারতীয় ফুটবলে বলরাম একটা অন্য নাম ভারতীয় ফুটবলে কোনও দিন অধিনায়ক হননি।

আরও পড়ুন -  ৪ জনের মৃত্য়ু চতুর্থ দফার ভোটে, শীতলকুচির ঘটনায়

পদ্মশ্রী সম্মান পাওয়ার জন্যে নাম থাকলেও শেষ মুহূর্তে তা কেটে যায়। ইস্ট বেঙ্গল বেনিফিট ম্যাচ করবে বলে সেখানেও বিপত্তি। অভিমানী বলরাম ক্লাবের সঙ্গে সম্পর্ক ছেদ করেন। এমন অনেক ঘটনা নিয়ে সাংবাদিক শ্যাম সুন্দর ঘোষের লেখা বই বলরাম বইটি প্রকাশিত হলো প্রেস ক্লাবে।

আরও পড়ুন -  Web Series: এই ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে ভর্তি, একদম বাচ্চাদের সামনে দেখা যাবে না

উপস্থিত ছিলেন, সুকুমার সমাজপতি,বিশ্বজিৎ ভট্টাচার্য,নাসির আমেদ,জামসেদ নাসিরী,দিব্যেন্দু বড়ুয়া,গোপীনাথ ঘোষ ও নীলিমেশ রায় চৌধুরী সহ অন্যরা। বলরাম ভার্চুয়ালে প্রশ্নের উত্তর দেন।

সৌজন্যে।