সুপার সিক্সে ভবানীপুর আর এরিয়ান কিন্তু তৃতীয় দল?

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   সুপার সিক্সে ভবানীপুর আর এরিয়ান কিন্তু তৃতীয় দল?

আই এফ এ পরিচালিত কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার এ ডিভিশনের খেলা শুক্রবার শেষ হলো। ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সুপার সিক্সে চলে গেলো।

আরও পড়ুন -  লকডাউনে ১৩৪ জনকে আটক করেছে পুলিশ

দ্বিতীয় স্থান পেলো এরিয়ান ক্লাব। তাদের ১৮ পয়েন্ট। গোল পার্থকে এগিয়ে থাকায় তারা সুপার সিক্সে খেলবার ছাড়পত্র পায়। তবে খিদিরপুর ও রেলওয়ে এফ সি র ও ১৮ পয়েনট । কিন্তু গোল সংখ্যায় রেল দল এগিয়ে থাকায় তাদের যাওয়া উচিত। আবার খিদিরপুর বলছে সাদার্ন সমিতির খেলায় ওয়াক ওভার পাওয়ায় তিন গোল পাওয়া উচিত। তা আমাদের দেওয়া হয় নি। রেল দল বলছে আইনে এই কথা নেই। সমস্যা নিয়ে আই এফ এ বিশেষ সভা ডেকেছে। সমস্যা কিভাবে সমাধান হয় তা দেখে প্রয়োজনে আইনের পথে যাবো দুই দলই বলছে। সুপার সিক্সে তিন প্রধানের সঙ্গে এরা খেলবে।

আরও পড়ুন -  LPG Gas Cylinder: আপডেট সরকারের তরফে, গ্যাস সিলিন্ডার নিয়ে

এদিন এরিয়া নের গোল রক্ষক কোচ বিশ্বজিৎ বিশ্বাসের জন্মদিন মাঠেই উজ্জীবিত হয়।

সৌজন্যে।