Taliban: ৪০ বিদ্রোহী হত্যার দাবি তালেবানের, পাঞ্জশিরে

Published By: Khabar India Online | Published On:

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির প্রদেশে এক অভিযানে বিদ্রোহী বাহিনী এনআরএফ’র চার কমান্ডারসহ ৪০ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

 টুইট বার্তায় তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাঞ্জশির প্রদেশের রেখা, দারা এবং আসফার এলাকায় বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ অভিযানে চার কমান্ডারসহ ৪০ বিদ্রোহী নিহত হয়েছে।  আরও শতাধিক বিদ্রোহীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন -  T20 World Cup 2022: বৃষ্টির পেটে গেলো, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচটিও

২০২১ সালের সেপ্টেম্বরে ওই প্রদেশে জয়ী হওয়ার দাবি করে তালেবান। কয়েক সপ্তাহ আগেই রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো দেশের নিয়ন্ত্রণ নেয় তারা।

 আগে বিদ্রোহী গোষ্ঠীগুলো দাবি করেছিল যে, তারা ওই অঞ্চলে অভিযান চালাচ্ছে এবং তালেবানের সঙ্গে সংঘর্ষ চলছে। অপরদিকে বড় ধরনের লড়াইয়ের বিষয়টি অস্বীকার করেছিল তালেবান। তারা পুরো দেশ নিয়ন্ত্রণের দাবি করে আসছে।

আরও পড়ুন -  অভিনব প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তালেবানের বিরোধী গোষ্ঠী দ্য ন্যাশনাল রেসিসটেন্স ফ্রন্ট (এনআরএফ) ওই অঞ্চলে আগে বেশ সক্রিয় ছিল। এখন পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করছে তালেবান।

এদিকে এনআরএফ-এর বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রধান আলি নাজারি বলেন, তালেবান নিহতের সংখ্যা বাড়িয়ে বলছে। তিনি বলেন, আমাদের বাহিনীর একটি ছোট দল তালেবানের হাতে বন্দী ও নিহত হয়েছে। আমাদের সদস্যরা শেষ বুলেট পর্যন্ত লড়াই করেছে।

আরও পড়ুন -  VIRAL: পবন সিং নয় নিরাহুয়া না, এবার অন্য পুরুষের সঙ্গে রোমান্স আম্রপালির, একদম একলা দেখবেন

গত বছরের আগস্টে তালেবান যখন আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তখন এনআরএফ শেষ লড়াই চালিয়ে গেছে। বিদ্রোহী নেতা আহমাদ শাহ মাসুদের পুত্রের নেতৃত্বে, এনআরএফ বাহিনী মে মাসে তালেবানদের বিরুদ্ধে একটি আক্রমণ ঘোষণা করেছে।

উল্লেখ্য, আফগানিস্তানের রাজধানী কাবুলের ঠিক উত্তরে অবস্থিত, মনোরম পাঞ্জশির আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে সবচেয়ে ছোট। এটি ১৯৮০-এর দশকে সোভিয়েত দখলের বিরুদ্ধে প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।