জম্মু-কাশ্মিরে সড়ক দুর্ঘটনায়, নিহত ১১

Published By: Khabar India Online | Published On:

জম্মু ও কাশ্মিরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়, বুধবার জম্মু ও কাশ্মিরের পুঞ্চের সাওজিয়ান এলাকায় একটি মিনিবাস দুর্ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন -  Congo Concert Stampede: পদদলিত হয়ে দুই পুলিশসহ নিহত ১১, কঙ্গোতে কনসার্টে

কাশ্মিরের মান্ডি তহসিলদার শেহজাদ লতিফ জানিয়েছেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এএনআই বলছে, দুর্ঘটনাকবলিত মিনিবাসটি পুঞ্চের সাওজিয়ান থেকে মান্ডি যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে। দুর্ঘটনাস্থলে ভারতীয় সেনাবাহিনীর উদ্ধার অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুন -  নেট এ শিশুদের তথ্য না দেওয়ার আরজি করিনার, দেহব্যবসায়ীরা অৎ পেতে বসে আছে