Durga Puja: ত্বকের যত্ন পূজার আগে

Published By: Khabar India Online | Published On:

হাতে গোনা কয়েক সপ্তাহ পরেই দুর্গা পূজা। উৎসবের আমেজ ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে।

সারাবছর ত্বকের যত্ন ঠিকমতো না নেয়া হলেও উৎসব-অনুষ্ঠানের আগে কম বেশি সবাই রূপচর্চার বিষয়ে চিন্তিত হয়ে পরেন। তাই পূজোর দিন উজ্জ্বল ত্বক পেতে বাড়িতে বসে শুরু করে দিন ত্বকের যত্ন।

আরও পড়ুন -  কেরল ও মাহে-তে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী সহ কোনও কোনও অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় অতিভারী বর্ষণ এবং পরবর্তী ২৪ ঘন্টায় প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে

তৈরি করে নিতে পারেন টমেটোর ফেস প্যাক। সেজন্য ১ টেবিল চামচ করে টক দই, হলুদ এবং টমেটোর পেস্ট নিয়ে ভালো করে মিশিয়ে নিন। ভালো উপকার পেতে নিয়মিত ব্যবহার করুন। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন -  "বাংলা কার্টুনের ১৫০" শীর্ষক প্রদর্শনী ও কর্মশালা

যাদের ব্রনের সমস্যা আছে তারা এখন থেকেই নিম পাতা বেটে অথবা ব্লেন্ড করে পেস্ট তৈরি করে ত্বকে ব্যবহার করুন।পূজোর আগে ব্রনের সমস্যা অনেকটা দূর হয়ে যাবে।

আরও পড়ুন -  Relationships: দৈহিক সম্পর্কের রসায়নে সঙ্গে রাখুন পল কেলি`র বয়সের গণিত

যাদের ত্বক তৈলাক্ত তারা বেসন ও টক দইয়ের ফেস প্যাক তৈরি করে ব্যবহার করুন। এতে করে তৈলাক্ত ভাব দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে। পূজার মেকআপ ত্বকে একদম পারফেক্ট হবে।  ছবিঃ সংগৃহীত।