২০ হাজারের বেশি শূন্যপদে হবে নিয়োগ, পুজোর পরেই প্রাথমিকে, বৈঠকে পড়ল সিলমোহর

Published By: Khabar India Online | Published On:

পুজোর পরেই প্রাথমিকের নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা গিয়েছে গতকাল অ্যাড হক কমিটির বৈঠকের পর।

শিক্ষক নিয়োগ গোলযোগের আবহে এমন সিদ্ধান্ত যে অনেকের মুখে হাসি ফুটিয়েছে। গতকাল অ্যাড হক কমিটির একটি বৈঠকের পর পুজোয় প্রাথমিক নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার ব্যাপারে সিলমোহর পড়েছে। শূন্যপদ পেলেই নয়া নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে বোর্ড।

আরও পড়ুন -  Road Work: শুরু পাকা রাস্তার কাজ, গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল

ইতিমধ্যেই যারা টেট পাস করে গেছেন তারা আবেদন করতে পারবেন এই শূন্যপদের জন্য। প্রাথমিক নিয়োগ নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

 প্রাথমিক শিক্ষা পর্ষদের বোর্ড সভাপতি গৌতম পাল বলেছেন, “টেটের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। টেট পরীক্ষার সম্ভাব্য দিন ঠিক করার আগে আইনত পরামর্শ নেয়া হবে।

আরও পড়ুন -  সততা নিয়ে গবেষণায়, অসততা বিজ্ঞানীর, হার্ভাডের প্রখ্যাত বিজ্ঞানী

যেহেতু টেট নিয়ে রাজ্যে বিশৃঙ্খলাতে সৃষ্টি হয়েছে এবং তা আইনের নজরে রয়েছে তাই এই পরীক্ষার দিনক্ষণ ঠিক করার আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। বড় পরীক্ষা নিতে গেলে উচ্চ পর্যায়ের আলোচনা অবশ্যই দরকার। আমরা চেষ্টা করব পরীক্ষাটি খুব তাড়াতাড়ি নেওয়ার জন্য।”

 সভাপতি আরো বলেছিলেন যে নিয়োগের জন্য শূন্যপদের দরকার। সরকার চাইছে শূন্য পদ তৈরি করে প্রাথমিক স্কুলে নিয়োগ করা হোক। কিন্তু এই বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি কাজ করা হচ্ছে। বিজ্ঞপ্তি দেওয়ার আগেই বোর্ড নিজেদের মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে। আশা করা যায় পুজোর পরেই নিয়োগ শুরু করতে চলেছি। এটাও জানিয়ে রাখি, চাকরির শূন্যপদ ২০ হাজারের বেশি হতে পারে।

আরও পড়ুন -  Raj Kundra: পর্নকাণ্ডে জামিন পেলেন রাজ কুন্দ্রা, কী প্রতিক্রিয়া শিল্পার ?