জ্যাকেট খুলে এমন পোজ দিলেন অভিনেত্রী, সাহসিকতায় গর্বিত মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ

Published By: Khabar India Online | Published On:

স্টার প্লাসের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’ কাব্যর চরিত্রে অভিনয় করছেন মাদালসা শর্মা। মিঠুন চক্রবর্তীর পুত্র মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী।

হিন্দি টেলিভিশন জগতের যথেষ্ট পরিচিত একজন মুখ। ধারাবাহিকে তার বিপরীতে অনুপমার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রূপালী গাঙ্গুলী। উল্লেখ্য ধারাবাহিকে, নেতিবাচক চরিত্র হিসেবেই দেখা মেলে তার।

 নেতিবাচক চরিত্র হিসেবে থেকে থেকেই সোশ্যাল মিডিয়ার পাতায় ট্রোল হন অভিনেত্রী, বহুবার স্বীকার করেছেন নিজেই। অনুপমার বিরুদ্ধে চক্রান্ত করেন কাব্য তখনই ট্রোল হতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেইসমস্ত ট্রোল কনটেন্টের দেখা যাবে।

আরও পড়ুন -  বিনয় - বিমল সাক্ষাৎ, আবারো কি পাহাড়ের রাজনীতিতে ফিরে আসবে গোর্খা জনমুক্তি মোর্চা ক্যারিশমা ?

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হওয়ার দরুন সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় তিনি। পর্দায় বেশিরভাগ সময়ই ট্রাডিশনাল লুকে দেখা মেলে। বাস্তবে তিনি যথেষ্ট মডার্ন ও স্টাইলিশ, সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই জানা যায়। সম্প্রতি পর্দার কাব্য নিজের বোল্ড ওয়েস্টার্ন লুকের জন্যই নেটনাগরিকদের ও তার ভক্তদের একাংশের মাঝে চর্চায় উঠেছেন।

আরও পড়ুন -  Team India: টিম ইন্ডিয়ার অধিনায়ক কে হবে রোহিতের পরবর্তীতে? এই ৩ ক্রিকেটার রয়েছে

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামের পাতায় নিজের যে সাম্প্রতিক ছবি দুটি শেয়ার করেছেন, সেখানে কালো ক্রপটপ ও শর্ট স্কার্টে দেখা গিয়েছে মাদালসা শর্মাকে। নিজের সাজ পূরণ করার জন্য একটি ঘি রঙের ব্লেজারও পরতে দেখা গিয়েছে। পোশাকে চুল সেট করার জন্য মাথায় একটি হালকা রঙের রিবনও বেঁধেছিলেন। পায়ে হাইহিলের পাশাপাশি নিয়েছিলেন একটি মানানসই ব্যাগ।

এই পোশাকেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাজ ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছে মিঠুন পুত্রবধূকে।  অভিনেত্রী নিজের এই দুটি ছবির সূত্র ধরেই চর্চিত হচ্ছেন নেটদুনিয়ায়। পোশাকে অভিনেত্রী যে যথেষ্ট বোল্ড লুকেই দেখা দিয়েছেন।

আরও পড়ুন -  হট ফিগার দেখালেন অঞ্জলি আরোরা, ব্লাউজের বোতাম খুলে, কি মন্তব্য ভক্তদের?