রাজ্যের কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন, কলকাতা হাইকোর্ট কি জানাচ্ছে?

Published By: Khabar India Online | Published On:

পুজোর আগে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতা পাবেন কিনা, শুক্রবারেও স্পষ্ট হলো না বিষয়টা।

মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের পুনর্বিবেচনার আরজি জানিয়ে মামলা শুনানি শেষ হলো শুক্রবার। এখনো পর্যন্ত রায়দান স্থগিত রেখেছেন হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত।

আরও পড়ুন -  Darshana Banik : স্লিভলেস ব্লাউজ ও উন্মুক্ত পিঠে বাইশে শ্রাবণ উদযাপন দর্শনার, তীব্র ট্রোলড অভিনেত্রী

 আগে হাইকোর্টে রাজ্য সরকার মেনে নিয়েছিল, মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের একটি ন্যায় সংগত অধিকার। পাশাপাশি রোপো রুল মেনে নিয়ে ইতি মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হয়েছে বলে রাজ্য সরকার দাবি করেছিল।

আরও পড়ুন -  Priyanka-Nick: প্রমোদতরীতে বছর শুরু, প্রিয়াঙ্কা-নিকের

 কেন্দ্রীয় হারে হাইকোর্ট মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল তা পুনঃবিবেচনার আর্জি জানিয়েছিলেন রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।

উল্লেখ্য, বিচারপতি হরির টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ তিন মাসের মধ্যে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। গত ১৯ আগস্ট সেই সময়সীমা শেষ হয়ে যায়।

আরও পড়ুন -  আমাকেও করতে হবে, বিষয়টা এমন নাঃ মুমতাহিনা টয়া

 সেই সময় হাইকোর্টের রায়ের পুনঃবিবেচনার আরজি জানিয়ে রাজ্য সরকার মামলা দায়ের করে।