এই রকম বিকিনি লুক আগে দেখেননি, দিশা পাটানি পোজ দিলেন সমুদ্র পাড়ে, একলা দেখুন

Published By: Khabar India Online | Published On:

দিশা পাটানি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। তার মারকাটারি ফিগার ও হাসি মন জয় করে নিয়েছে দর্শকদের।

 ভক্তের সংখ্যা বেড়েই চলেছে। বড়পর্দায় একাধিক ছবিতে অভিনয়ও করে ফেলেছেন। ২০১৫ সালে তেলেগু ছবির হাত ধরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল অভিনেত্রীর। তেলেগু ছবি ‘লোফার’ দিয়েই অভিনেত্রী হিসেবে এই ইন্ডাস্ট্রির যাত্রা শুরু হয়েছিল। এখন তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

আরও পড়ুন -  Ranveer Singh: ক্যামেরার সামনে রণবীরের চুমু কপিল দেবকে ! ভাইরাল ছবি

 নিজের বোল্ড লুকের জন্যই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হন তিনি। একাধিক বোল্ড ছবি প্রায়ই ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে।

অভিনয়ের পাশাপাশি একাধিক সাহসী ফটোশুটেও অংশগ্রহণ করে থাকেন। ঝলকও মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম স্টাইলিশ ও বোল্ড অভিনেত্রীদের মধ্যে একজন। সম্প্রতি সেই কারণেই চর্চায় আবার এলেন।

আরও পড়ুন -  Short Film: বহু পুরুষের সঙ্গে অন্তরঙ্গ হলেন যুবতী, একা একা দেখবেন

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামের পাতায় সম্প্রতি যে ছবিটি শেয়ার করেছেন সেটি সম্ভবত মালদ্বীপে তোলা হয়েছে। নীল সমুদ্রের পাড়ে দাঁড়িয়েই ছবিটি তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সাদা বিকিনিতেই নিজের টোনড্ বডি শো-অফ করেছেন তিনি। খোলা চুলে, একটি সাদা রঙের স্রাগ আধখোলা অবস্থায় ছিল তার অঙ্গে। কয়েকঘন্টা আগেই এই ছবি নিজেই শেয়ার করেছেন দিশা পাটানি। এই ছবি যে সোশ্যাল মিডিয়ার পাতার পারদ তুমুল চড়িয়ে দিয়েছেন। তার রূপে আবারো মুগ্ধ তার অগণিত ভক্তমহল, সেই ঝলক মিলবে কমেন্টবক্সেই। নিজের এই বোল্ড ছবির জন্যই চর্চায় অভিনেত্রী।