Satabdi Roy: শতাব্দী রায় প্রশ্নের উত্তরে হারিয়ে গেলেন, হৃদয় কত বড় প্রসেনজিতের

Published By: Khabar India Online | Published On:

কেষ্টভূমে সিংহাসন এখন গড়ের মাঠ। ময়দানে নেমেছেন বীরভূমের জেলা সাংসদ শতাব্দী রায়।

কেষ্ট বিহীন বীরভূমের সকলকে একত্র থাকার নির্দেশ দিয়েছেন শতাব্দী রায়। এক সংবাদমাধ্যমে এসে নিজের কেরিয়ারের কিছু টুকরো কথা শেয়ার করলেন শতাব্দী রায়।

অভিনেত্রী তথা জেলা সংসদের কাছে প্রশ্ন ছিল প্রসেনজিৎ এর হৃদয় কত বড়? প্রশ্ন আসে, শতাব্দী হারিয়ে যান। উত্তর দিতে পারেন না। সম্ভবত প্রসেনজিৎ এর হৃদয় হাতড়ে খুঁজে পেতে চাইছিলেন, কিন্তু পেয়েছেন কি?  শতাব্দীর উত্তর শুনে মনে হয়েছে তিনি কিঞ্চিৎ চিন্তিত এবং অস্পষ্ট।

আরও পড়ুন -  Sreemoyee Chattoraj: পুরুষ ভক্তদের ঘাম ফেলালেন ভোঁদার মা, বিকিনি পরে

সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে শতাব্দী বলেন যে, প্রসেনজিৎ এখনো খুব সুন্দর ভাবে নিজের শরীর ও গ্ল্যামার ধরে রেখেছেন এবং এখনও দাপিয়ে অভিনয় করছেন। পাশাপাশি তিনি তাপস পালের বেশ প্রশংসা করেন। যদি কোনো শো ফ্লপ হতো বা হতো না তখন নাকি তাপস পাল সেই টাকা ফেরত করতেন।

আরও পড়ুন -  Weather Forecast: তাপপ্রবাহ! সতর্কতা জেলায় জেলায়, স্বস্তির বৃষ্টি কবে?

 প্রয়াত অভিনেতা অভিষেককে নিয়েও শতাব্দী হালকা করে বলেন যে তিনিও রাজনীতির শিকার হয়েছেন, হয়তো রাজনীতির শিকার না হলে তিনি প্রসেনজিৎ বা অমিতাভ হতেন না ঠিকই তবে তার কাজের পরিধি অনেক বেড়ে যেতে পারতো, সবসময় সিনেমায় সেকেন্ড লিড পেতেন না।

আরও পড়ুন -  কয়লা পাচার কাণ্ডে সিআইডির হাতে গ্রেপ্তার হলেন কয়লা পাচারের মূল চক্রি অনুপ মাঝি বা লালার ঘনিষ্ঠ ব্যবসায়ী রণধীর সিং