Sanghashree Sinha: ক্লিভেজ উন্মুক্ত, কটাক্ষের জবাব দিলেন সঙ্ঘশ্রী

Published By: Khabar India Online | Published On:

 নায়িকাদের ওজন বেড়ে গেলে অথবা বিভিন্ন কারণে চেহারায় সামান্য পরিবর্তন এলে তখন তাঁদের মা-কাকিমার চরিত্র ছাড়া অপর কোনো চরিত্রে ভাবা হয় না।

একবিংশ শতকে এসে অনায়াসেই কিন্তু ভাবা যায়। ভাবতে যেন প্রযোজক-পরিচালকদের খুব কষ্ট হয়। তাঁদের ভাবার অভাবে অবশ্য অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা (Sanghashree Sinha) পিছিয়ে যাননি।

আরও পড়ুন -  শিবরাত্রিতে নিখোঁজ হওয়া ব্যক্তির দেহ উদ্ধার

সম্প্রতি সঙ্ঘশ্রীর কয়েকটি ছবি নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। তিনি রীতিমত বোল্ড। বারবার বডি শেমিং-এর শিকার হয়েছেন সঙ্ঘশ্রী। এবার জবাব নিজের মতো করে দিলেন তিনি। সঙ্ঘশ্রীর শেয়ার করা একটি ছবিতে তাঁর পরনে রয়েছে সাদা রঙের শার্ট।

আরও পড়ুন -  ট্রাক্টর চালকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার

তার ভিতর থেকে উঁকি দিচ্ছে কালো রঙের ব্রালেট। ডিপ নেক ব্রালেটের মাধ্যমে দৃশ্যমান হয়েছে সঙ্ঘশ্রীর ক্লিভেজ। শার্টটি ফ্রন্ট ওপেন। আর একটি ছবিতে শার্টটি খুলে ফেলেছেন সঙ্ঘশ্রী। পরনে রয়েছে শুধুমাত্র কালো ব্রা। ক্যামেরার দিকে পিছন ফিরে ছবিটি তুলেছেন সঙ্ঘশ্রী।