Yash-Nusrat: যশ-নুসরত, দুধের সন্তান ঈশানকে রেখে, থাইল্যান্ডে হাতি-বাঘের সঙ্গে সময় কাটাচ্ছেন

Published By: Khabar India Online | Published On:

একজন মহানায়িকা, অন্যজন যশ।

 টলিউডের এই সফল জুটি সম্প্রতি ছবি দিয়েছেন বাঘ, চিতা এবং হাতির সঙ্গে। নুসরতের কেরিয়ার যেভাবে ঊর্ধ্ব গগনে পাড়ি দিচ্ছে তাতে করে সে রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে কম নন।

অভিনেত্রী দিয়েই তার উপাধি শেষ হচ্ছে না, তিনি একাধারে অভিনেত্রী এমনকি মহানায়িকা অপরদিকে, তিনিই হলেন তৃণমূল সাংসদ। সাথে সংসারী এবং মা। সব মিলিয়ে নুসরত কিন্তু বাঘের থেকে কম কিছু নন।

আরও পড়ুন -  Multiple Explosions: একাধিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, আহত ৭, থাইল্যান্ডে

সম্প্রতি, থাইল্যান্ড ঘুরতে গিয়েছেন যশ – নুসরত। সেখান থেকে একের পর এক উষ্ণ ছবিতে নেট মধ্যম গরম করেছেন। একাধিক বিকিনি ও বোল্ড ফটোশ্যুট শেয়ার করে নুসরত বুঝিয়ে দিচ্ছেন যে এরকম ফ্যাট ফ্রি টোন্ড ফিগার শুধু বলিউডে আছে তেমন নয়, বাংলার অভিনেত্রীরাও যথেষ্ট স্মার্ট ও স্বাস্থ্য সচেতন।

আরও পড়ুন -  Nusrat Jahan : জীবনের লক্ষ্যকে গুরুত্ব দিলে বন্ধুর সংখ্যা কমবেঃ বার্তা দিলেন নুসরত

 স্বাস্থ্যসচেতন হয়েও রক্ষে নেই। নেট জনতা এই ফিগার দেখে বলছে পুষ্টির অভাব। বাঘের পাশে ছবি দিয়ে হাস্যকর কটূক্তির শিকার তিনি। নেট জনতা এই জুটির ছবি দেখে একের পর এক হাস্যকর কমেন্ট করে ট্রোল করে গিয়েছেন।

আরও পড়ুন -  Mouni Roy: লাল গাউনে উন্মুক্ত ক্লিভেজ, বাজিমাত ‘নাগিন’ অভিনেত্রীর হট লুকে