IND vs PAK: ম্যাচের আগে সমস্যায় ভারত, দল থেকে বাদ এই দুই তারকা খেলোয়াড়

Published By: Khabar India Online | Published On:

এশিয়া কাপের সুপার-৪ এর দ্বিতীয় খেলায় আজ ২২ গজের মহারণে মুখোমুখি হতে চলেছে চিরশত্রু ভারত-পাকিস্তান।

 চলতি আসরে দ্বিতীয়বারের জন্য মুখোমুখি হতে চলেছে। বিষয়টি নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। গ্রুপ পর্যায়ে ভারতের কাছে ৫ উইকেটের পরাজিত হয়েছিল বাবর আজমরা।  পরাজয়ের গ্লানি দূর করতে অবশ্যই ভারতের উপর কড়া প্রহার করবে পাকিস্তান এমনটি মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুন -  Web Series: বয়সে বড় বৃদ্ধের সাথে ঘনিষ্ঠ এই গৃহবধূ, রাতে উবে যাবে ঘুম এই সিরিজ দেখলে

বিগত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় অর্জন করলেও আজ পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা যথেষ্ট কঠিন হবে ভারতের জন্য, মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এমনটা মনে করার পেছনে অবশ্য একাধিক কারণ দেখিয়েছেন তারা। প্রথমত, ইনজুরিতে পড়ে ইতিমধ্যে দল ছাড়া হয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ভারতের জয়ের পেছনে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। পেস বোলার আবেশ খান চোটের কারণে আজ দলের বাইরে থাকবেন। যদিও রবীন্দ্র জাদেজার অভাব পূরণ করতে ইতিমধ্যে অক্ষর প্যাটেল দলে যোগ দিয়েছেন। তবে পেস বোলিং বিকল্প নিঃসন্দেহে ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

আরও পড়ুন -  Famous Model: বাংলা বিনোদন জগৎ-এ নামি মডেল দেবাদ্রিতা

 ব্যাট হাতে এশিয়া কাপের মেগা আসরে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। তাছাড়া ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল রানের জন্য লড়াই করছেন। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচের স্লো-পিচে বিরাট কোহলিকেও যথেষ্ট ভুগিয়েছিলেন পাকিস্তানের পেসাররা। সেক্ষেত্রে আজকের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় অর্জন করা যথেষ্ট কঠিন হবে ভারতের জন্য, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুন -  মহারাষ্ট্রের লাতুরে ৮,৭৯৭ জন দিব্যাঙ্গজনকে সাহায়ক সরঞ্জাম এবং সাহায্য প্রদানের জন্য এডিআইপি শিবিরের ই-সূচনা করেছেন শ্রী থেওরচাঁদ গেহলট