TRP List: শীর্ষস্থানে ‘গৌরী এলো’, দশের মধ্যে নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’

Published By: Khabar India Online | Published On:

মা ঠাকুমাদের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি।

 গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। সেই অসম্ভবকে সম্ভব করেছিল স্টার জলসার ‘গাঁটছড়া’। তবে অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে গেলেও আবারো ফেল পর্দার উচ্ছেবাবু ও তুফান মেলের রসায়ন। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় দ্বিতীয় ‘মিঠাই’। সকলকে টেক্কা দিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকার শীর্ষে ঈশান-গৌরী।

আরও পড়ুন -  বন্ধ হচ্ছে মুরগির মাংসের জোগান, দুঃসংবাদ চিকেন প্রেমীদের জন্য

দর্শকরা টিআরপি তালিকার জন্য অপেক্ষা করে থাকেন। তাদের পছন্দের কোন ধারাবাহিক কিংবা রিয়্যালিটি শো কত নম্বরে স্থান পেল! চলতি সপ্তাহে সকলকে চমকে দিয়ে জি বাংলার ঈশান-গৌরীর ‘গৌরী এলো’ উঠে এসেছে তালিকার শীর্ষে। ধারাবাহিকের পর্দায় গৌরীকে তার ডাক্তারবাবু খুঁজে পেতেই খুশি গোটা দর্শকমহল। পর্দায় তাদের রসায়ন এখন টেক্কা দিচ্ছে সকলকে। চলতি সপ্তাহে ওলট-পালট হয়ে গিয়েছে একাধিক ধারাবাহিকের স্থানও।

আরও পড়ুন -  Tiyasha: ভর্তি হলেন হাসপাতালে, কি হয়েছে ‘কৃষ্ণকলি’ ? ভক্তরা উদ্বিগ্ন!

 টিআরপি তালিকাঃ

  • গৌরী এলো – ৮.২ ( জি বাংলা )
    *  মিঠাই – ৮.১ ( জি বাংলা )
    *  গাঁটছড়া – ৭.৮ ( স্টার জলসা )
    *  আলতা ফড়িং – ৭.৭ ( স্টার জলসা )
    *  লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৭.৩ ( জি বাংলা )
    *  ধুলোকণা – ৭.২ ( স্টার জলসা )
    *  উমা – ৬.৭ ( জি বাংলা )
    *  অনুরাগের ছোঁয়া – ৬.৩ ( স্টার জলসা )
    *  মাধবীলতা – ৬.২ ( স্টার জলসা )
    *  খেলনা বাড়ি – ৫.৯ ( জি বাংলা )
আরও পড়ুন -  লক্ষ্মী পুজোর আগে অগ্নিমূল্য সবজির বাজার

চেষ্টা করেও শীর্ষস্থান ধরে রাখতে পারেনি ‘মিঠাই’। ঋদ্ধি-খড়িও পিছিয়ে তৃতীয় স্থানে। স্টার জলসার নতুন সদস্য ‘মাধবীলতা’ খুব অল্পদিনের মধ্যেই জায়গা করে নিয়েছে। নবম স্থানে স্টার জলসার ‘মাধবীলতা’ রয়েছে ৬.২ রেটিং নিয়ে। জি বাংলার লক্ষ্মী কাকীমাও মোটামুটি ধরে রেখেছে নিজের জায়গা। জোরদার টক্কর হয়েছে জি ও স্টারের মাঝে।