Oily Skin: কার্যকরী ফেস প্যাক তৈলাক্ত ত্বকের জন্য

Published By: Khabar India Online | Published On:

খুব বেশি তৈলাক্ত ত্বক নানান রকম সমস্যা সৃষ্টি করে। তার জন্য অতিষ্ট অনেকেই। তৈলাক্ত ত্বকের জন্য ঘরোয়া দুইটি ফেস প্যাক যা ত্বকের তৈলাক্ত ভাব দূর করবে, পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে  সহায়তা করবে।

 ফেস প্যাক তৈরি করার জন্য, করুন শসার ফেস প্যাক। ত্বকের জন্য বেশ উপকারী। শসা ও টমেটো গ্রেট করে রস বের করে প্যাক তৈরি করতে নিতে পারেন। এই প্যাক ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের ট্যান দূর করতে বেশ কার্যকরী ফেস প্যাক। এছাড়া ব্রনের দাগ দূর করতে সাহায্য করে।

আরও পড়ুন -  Besan Face Pack: বেসনের ফেস প্যাক, ত্বকের লাবণ্য উজ্জ্বল করে

কাঁচা দুধ এর সাথে কয়েক ফোঁটা লেবুর রস এবং চন্দন পাউডার মিশিয়ে তৈরি করতে পারেন ফেস প্যাক। এটি তৈলাক্ত ত্বকের জন্য দারুন ফেস প্যাক। রোদে পোড়া কালচে ভাব দূর করার পাশাপাশি ত্বককে ব্রাইট করতে   সাহায্য করে। উপকার পেতে প্রতিদিন স্নান করার আগে হাতে, মুখে, এবং গলায় ঘারে এই প্যাক ব্যবহার করে দেখুন উপকার পাবেন।

আরও পড়ুন -  Gold Price Today: পরিবর্তন ঘটল সোনার দাম, আজকে বাজারমূল্য দেখুন