ক্যাটরিনা-ভিকি জুটি বাঁধলেন এই প্রথম

Published By: Khabar India Online | Published On:

বলিউড দম্পতি ক্যাটরিনা ও ভিকি কৌশল। এই দম্পতিকে বিয়ের আগে একসঙ্গে পর্দায় দেখা যায়নি। এরইমধ্যে জানা গেলো প্রথমবারের মত পর্দায় হাজির হচ্ছেন এই দম্পতি। কোনো সিনেমাতে নয় দেখা যাবে একটি বিজ্ঞাপনে।

পিঙ্কভিলার প্রতিবেদনে জানা যায়া, সোমবার (২৯ আগস্ট) মুম্বাইতে গোপনে একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন এই দম্পতি। বান্দ্রার মেহবুব স্টুডিওতে শুটিংটি হয়েছে।

আরও পড়ুন -  জল নিকাশির ব্যবস্থা করলেন সায়নী ঘোষ, ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল, আসানসোলে ঘটনা

এর আগে একসঙ্গে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছিলেন। তারা তখন করেননি। এরইমধ্যে ভক্তরা তাদের একসঙ্গে দেখার জন্য অপেক্ষায়।

গত বছর ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্স ফোর্টে গাঁটছড়া বাঁধেন ভিকি-কৌশল। বলিপাড়ায় সবচেয়ে আরাধ্য এবং আলোচিত দম্পতিদের মধ্যে রয়েছেন তারা।

আরও পড়ুন -  সবজি সুস্বাদু ঢেঁড়স, অনেক পুষ্টিগুণ

 কাজের ফ্রন্টে ক্যাটরিনার রয়েছে, ‘মেরি ক্রিসমাস’, সালমান খানের বিপরীতে ‘টাইগার ৩’ এবং ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত ‘ফোন ভূত’। প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের পাশাপাশি ফারহান আখতারের ‘জি লে জারা’ সিনেমাতেও থাকবেন।

আরও পড়ুন -  Yash-Ditipriya: যশ এবার রোম্যান্সে মাতবেন, দিতিপ্রিয়ার সঙ্গে!

 ভিকিকে দেখা যাবে ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমায়। ‘স্যাম বাহাদুর’ এবং আনন্দ তিওয়ারির শিরোনামহীন একটি সিনেমাতেও দেখা যাবে।