Besan Face Pack: বেসনের ফেস প্যাক, ত্বকের লাবণ্য উজ্জ্বল করে

Published By: Khabar India Online | Published On:

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য ঠিকমতো ত্বকের যত্ন নেয়া। ত্বকের যত্নের জন্য ঘরোয়া উপায় বেশি কার্যকরী।

 কোন রকম সাইড ইফেক্ট হওয়ার কোন সম্ভাবনা নেই। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য বেসনের দিয়ে ঘরোয়া ভাবে তৈরি করা ফেস প্যাক দারুণ সমাধান।

আরও পড়ুন -  সোফিয়া আনসারি আবার নেটদুনিয়ায় তোলপাড় করে দিলেন ছোট পোশাকে, এই অংশটি দেখিয়ে দিলেন

বেসনের ফেস প্যাক তৈরি করার জন্য বেসন এর সাথে লেবুর রস এবং দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাক ত্বককে ব্রাইট করতে সাহায্য করবে। সাথে চাইলে এক চিমটি হলুদ মেশাতে পারেন। হলুদ ত্বকের জন্য বেশ উপকারি। স্নান করার আগে ফেস প্যাক ব্যবহার করলে বেশি উপকার।

আরও পড়ুন -  World Cup VR: ৪৮ ম্যাচে বাতিল ১৭ গোল, ৮ পেনাল্টি, বিশ্বকাপ ভিআরে

বেসন, হলুদ এবং টকদই দিয়েও তৈরি করে নিন ফেসপ্যাক। প্যাক ব্যবহারের পর ২০মিনিট মতো অপেক্ষা করে তারপর ঠান্ডা জল ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের জন্য খুব উপকারি বেসনের ফেস প্যাক। ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব কমাতে সাহায্য করে।  সাথে মেচেতার দাগ দূর করে। ত্বকের শুষ্কতা দূর করে ত্বকের লাবণ্য ও যৌবন ফিরিয়ে আনে।

আরও পড়ুন -  Saffron: জাফরান অত্যন্ত কার্যকরী ত্বকের যত্নে