Aalta Phoring: ‘ফড়িং’ এর দুর্ধর্ষ নাচ দেখে অবাক, দেব-রুক্মিণী-মনামী

Published By: Khabar India Online | Published On:

‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’ এর মঞ্চ কাঁপিয়ে দিলেন ‘আলতা ফড়িং’ ধারাবাহিকের মূল চরিত্র ফড়িং নস্কর যাঁর আসল নাম খেয়ালি মন্ডল ( Kheyali Mondal)।

সালোয়ার স্যুটেই দুর্ধর্ষ পারফরম্যান্স করলেন। ছোট পর্দায় যেমন তার জিমন্যাস্টিক হিট, তেমন নাচের মঞ্চে সুপার ডুপার হিট।

আরও পড়ুন -  বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ

হিন্দি টেলিভিশনের নাচের রিয়্যালিটি শো দেখেন তারা জানেন ছোট ছোট ছেলেমেয়েরা কেমন চোখ ধাঁধানো পারফরম্যান্স দেন। সেরকমই বাংলার নাচের মঞ্চে আচমকা উপস্থিত হয় ফড়িং, আর এসেই মঞ্চ কাঁপিয়ে বুঝিয়ে দিলেন ‘হাম কিসিসে কম নেহি’।

আরও পড়ুন -  মানুষদের করোনা বিধি নিয়ে সচেতন করার পরও মুখে মাস্ক নেই !

সুশান্ত দাসের ধারাবাহিক আলতা ফড়িং প্রথম থেকেই সেরা পাঁচের মধ্যে আছে। টি আর পি চার্ট দেখলে বোঝা যাবে এই ধারাবাহিকের জনপ্রিয়তা।

মানুষ পছন্দ করছে ফড়িং এর গল্প, পাশাপাশি ফড়িং এর নাচের পারফরম্যান্স দেখে চক্ষু চড়কগাছ। গল্পে, গ্রামের মেয়ে ফড়িং, তার মা রাধারাণী ইটভাঁটায় কাজ করে। এদিকে ফড়িংয়ের লক্ষ্য জিমন্যাস্টিক্সের মঞ্চ। অদম্য জেদ এবং সম্পর্ক নিয়েই গল্প আলতা ফড়িং।

আরও পড়ুন -  Rukmini Maitra: টপাটপ রসগোল্লা মুখে পুড়ছেন রুক্মিণী মৈত্র, বিজয়া মানেই মিষ্টি মুখ