Fashion: সোহা, নিউইয়র্ক ফ্যাশন সপ্তাহে হাঁটবেন

Published By: Khabar India Online | Published On:

 সামনের মাসের দ্বিতীয় সপ্তাহে নিউইয়র্কে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে র‍্যাম্প শো ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’ এর আসর।

আগামী ১০ সেপ্টেম্বর নিউইয়র্কের ম্যানহাটানে অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানে দেশের বাইরে প্রথমবারের মত র‍্যাম্পে হাঁটবেন মডেল জেরিন সাদিয়া সোহা।

আরও পড়ুন -  "নদী ডাকছে পাহাড় ডাকছে কবিতা"
মডেল জেরিন সাদিয়া সোহা।

বেশ কয়েক বছর ধরেই দেশে মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন সোহা। কাজ করেছেন নামী দামী ব্র্যান্ডের সঙ্গে। এরপর পাড়ি জমান ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে। সেখানকার বিভিন্ন ফ্যাশন হাউজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং নামী ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন। পাশাপাশি পড়াশোনা করছেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে।

আরও পড়ুন -  Snow Storm: জরুরি অবস্থা জারি, তুষারঝড়ের কবলে নিউইয়র্ক

প্রথমবারের মত দেশের বাইরে র‍্যাম্পে হাঁটা নিয়ে বেশ উচ্ছ্বসিত সোহা বলেন, ‘দেশে থাকাকালীন সময়ে অনেক ব্র্যান্ডের সাথেই কাজ করেছি। কিন্তু বাংলাদেশি হিসেবে এখানে এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছি, এটা ভাবতেই অনেক ভালো লাগছে। অনেক এক্সাইটেড। দেশের বাইরে এসে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারাটা অন্যরকম এক ভালো লাগার হয়ে থাকবে আমার কাছে।’

আরও পড়ুন -  Ambani Son’s Marriage: রোকা সারলেন আম্বানি পুত্র শ্রীনাথজির মন্দিরেই, সেই ছবি সামনে এল