VIRAL: হিন্দি গানে দুর্দান্ত নাচ পড়ুয়ার, স্কুল ড্রেসে, ভাইরাল ভিডিও

Published By: Khabar India Online | Published On:

সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের কাছে কোন কিছুই আর অজানা নেই। ঘরে বসেই পাওয়া যায় দেশ-বিদেশের খবর। দেখা যায় না দেখা বহু ঘটনার ঝলক। রোজ সোশ্যাল মিডিয়ার পাতায় একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে, তার মধ্যে কিছু এমন ভিডিও থাকে, যা হাসি ফোটায় নেটজনতার। সম্প্রতি তেমনি একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে ইউটিউবে মাধ্যমে,নেটদুনিয়ায় চর্চায় রয়েছে একদল স্কুল পড়ুয়া।

আরও পড়ুন -  বাথরুম থেকে ছবি শেয়ার করলেন Sofia Ansari, কাপড় ছাড়া, বন্ধ রাখতে হবে চোখ

স্কুল জীবন প্রতিটি মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময় নির্ভেজাল কিছু বন্ধুত্ব ঘিরে থাকে। স্কুলে কাটানো প্রতিটা মুহূর্তই প্রতিটি মানুষের কাছেই খুব গুরুত্বপূর্ণ।

বন্ধুদের সাথে একসাথে থাকার মজাই আলাদা। একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। যেখানে একদল স্কুল পড়ুয়াকে স্কুল ড্রেসেই মেলার মধ্যে হরিয়ানভি গানের সাথে গোল হয়ে নাচতে দেখা গিয়েছে।

আরও পড়ুন -  ডাটা এন্ট্রি সহ বিভিন্ন পদে চাকরি 2024-BECIL, ভালো বেতন, আবেদন করে ফেলুন

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ৫-৬ জন স্কুল পড়ুয়া সূরাজকুন্দ মেলায় গিয়ে হরিয়ানভি গানের তাহলে নিজেদের মধ্যেই মজার ছলে নেচে উঠেছেন। গানের তাল শুনে তারা আর নিজেদের থামিয়ে রাখতে পারেননি। তাদের দেখে চারিদিকে ভিড় জমাতেও দেখা গিয়েছে সাধারণদের।

তাদের মধ্যে কেউ একজন সেই ঝলক শেয়ার করে নিয়েছিলেন ‘এক্সপ্লোর ওয়ার্ল্ড ফিল্মস’ নামক ইউটিউব চ্যানেল থেকে। উল্লেখ্য দু’বছর আগেকার ভিডিও এটি। যা ৬৩ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। সম্প্রতি পুনরায় এই ভিডিওটি ভাইরাল হতে দেখা গিয়েছে, যা নস্টালজিক করেছে বহুজনকে। মনে করিয়ে দিয়েছে স্কুল জীবনের নির্ভেজাল আনন্দ গুলোর কথা।

আরও পড়ুন -  Iran: মৃত্যু ১৮, ইরানে বন্যায়