Imran Khan: আগাম-জামিন পেলেন ইমরান খান, সন্ত্রাসবাদের মামলায়

Published By: Khabar India Online | Published On:

সন্ত্রাসবাদের মামলায় এক সপ্তাহের জন্য আগাম-জামিন পেয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। বৃহস্পতিবার একটি সন্ত্রাসবিরোধী আদালত তাকে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে, পাকিস্তানি দৈনিক দ্য ডন।

আরও পড়ুন -  Test: আগের দিন হয় সেটা, পরের দিন হয় না: লিটন

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতে হাজির হন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আইনজীবীরা আগাম-জামিনের আবেদন করায় আদালত মঞ্জুর করেন।

গত সপ্তাহে একটি সমাবেশে তিনি ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজি), উপমহাপরিদর্শক (ডিআইজি) ও একজন নারী ম্যাজিস্ট্রেটকে মামলার হুমকি দেয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীর ইমরান খানের বিরুদ্ধে মামরা দায়ের হয়। ১৪৪ ধারা লঙ্ঘন করে সমাবেশ করার অভিযোগে তার বিরুদ্ধে একটি পৃথক এফআইআর নথিভুক্ত করা হয়।

আরও পড়ুন -  লজ্জার এক রেকর্ড গড়েছে বাবর আজমরা

বিচারক সম্পর্কে তার মন্তব্য সংক্রান্ত মামলায় ইমরানের জামিনের আবেদনের শুনানিতে ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক রাজা জাওয়াদ আব্বাস হাসান তাকে ১ লাখ টাকার জামানতের বিপরীতে ১ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।

আরও পড়ুন -  মাত্র ১০৫ টাকাতেই পৌঁছে যান দার্জিলিং, পর্যটকদের জন্য দারুন খবর, জানুন

 অতিরিক্ত দায়রা জজ তাহির আব্বাস সুপ্রা ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগের মামলায় তাকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন। ৫ হাজার টাকার জামানতে এই মামলায় আগাম জামিন প্রদান করা হয়। ছবিঃ সংগৃহীত।