Earthquake: ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প বালিতে, সতর্কতা জারি

Published By: Khabar India Online | Published On:

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৮, যা প্রায় ১ মিনিট স্থায়ী হয়।

সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩৬ মিনিটে ডেনপাসার এলাকায় এই ভূমিকম্প হয়। এতে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুন -  Indonesia Football Stadium: স্টেডিয়াম ভেঙে ফেলবে ইন্দোনেশিয়া,পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৩৩ জন

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় আতঙ্কে স্থানীয় অনেক বাসিন্দা ঘর থেকে রাস্তায় বের হয়ে আসেন।

যদিও এই বিষয়ে এখন পর্যন্ত স্থানীয় এবং জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। তবে ভূমিকম্পের পর একাধিক আফটারশক আঘাত হানার শঙ্কায় স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন -  Turkey: নিহত ১৪ বন্যায়, প্লাবিত দুই শহর, তুরস্কে