জাপান ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে, চীনকে মোকাবিলায়

Published By: Khabar India Online | Published On:

চীনকে মোকাবিলায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করার চিন্তা করছে জাপান। জানা গেছে, বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে দীর্ঘ পরিসরের ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে। চীনের বিরুদ্ধে পাল্টা হামলার সক্ষমতা বাড়ানোর জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন -  আহমেদ প্যাটেলের প্রয়ানে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

রবিবার (২১ আগস্ট) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সরকারি সূত্রের খবর, জাপানের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বিদ্যমান ক্ষেপণাস্ত্রগুলোর পরিসর ১০০ কিলোমিটার (৬২ মাইল) থেকে বাড়িয়ে এক হাজার কিলোমিটার পর্যন্ত প্রসারিত করা হয়েছে।

আরও পড়ুন -  খাস কলকাতায় পর্ন চক্রের হদিস, নিউটাউন থেকে ধৃত মূল চক্রী

প্রতিবেদনে বলা হয়, জাহাজ বা প্লেনগুলোর মাধ্যমে উৎক্ষেপিত অস্ত্রগুলো মূলত দক্ষিণের নানসেই দ্বীপের চারপাশে স্থাপন করা হবে, যা উত্তর কোরিয়া ও চীনের উপকূলীয় এলাকায় পৌঁছাতে সক্ষম হবে।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। চীনের হুমকি উপেক্ষা করে ওই সফর করেন পেলোসি। এ ঘটনাকে কেন্দ্র করে তাইওয়ান ও জাপান উপকূলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেইজিং।

আরও পড়ুন -  দেশ ছাড়ছেন ইসরায়েলিরা, ফিলিস্তিনি হামলার ভয়ে