Leena Ganguly: খড়কুটোয় মৃত্যু দিয়ে কেন শেষ? লীনা গঙ্গোপাধ্যায় মুখ খুললেন

Published By: Khabar India Online | Published On:

 মিষ্টি মুখে শ্যুটিং শেষ করলেও, দর্শকরা একেবারেই খুশি নয়।

যারা সৌজন্য –  গুনগুনের লাভস্টোরি পছন্দ করেছেন, তাদের কাছে গুনগুন এর মৃত্যু একেবারেই ভালো লাগেনি। দর্শক লেখিকার এমন লেখনী পছন্দ করছে না। তারা সোশ্যাল মিডিয়ায় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে রীতিমত দুষছেন।

আরও পড়ুন -  বাচ্চাদের কিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন বিধায়ক ইদ্রিস আলী

 দুই বছর আগের ‘খড়কুটো’র গল্প যেভাবে বেশি নম্বর পেয়ে ভালো স্কোর করতো টিআরপি চার্টে (TRP Chart), সেই গুনগুন সৌজন্যের গল্প ধীরে ধীরে অবনতির দিকে যায়। আসলে এত নতুন ধারাবাহিক আসছে, যাচ্ছে যে মানুষ বুঝতে পারছে না কোনটা দেখবো বা কোনটা দেখবো না।

আরও পড়ুন -  Aindrilla-Sabyasachi: লড়াই ঐন্দ্রিলার, গোলকিপারের মতো আগলাচ্ছেন সব্যসাচী !

সম্ভবত, আগামী বুধবার শেষ সম্প্রচার হবে ধারাবাহিক ‘খড়কুটো’র। টালিগঞ্জের স্টুডিয়োতে আর দেখা যাবে না শ্যুটিংয়ের ফাঁকে গুনগুন ওরফে তৃণা সাহার রিল কিংবা টিমের হুল্লোড়। এমনকি গল্পে গুনগুন এর মৃত্যু নিয়ে যথেষ্ট শোকাহত থাকবে গোটা পরিবার। সব মিলিয়ে দর্শকরা পাচ্ছে না হ্যাপি এন্ডিং, দুষ্টু মিষ্টি মেয়ের মৃত্যু যেন একেবারেই মানানসই নয় গল্পের সঙ্গে। এতেই দর্শকরা বেজায় চটেছেন লেখিকার উপর।

আরও পড়ুন -  YouTube: ইউটিউবের কমেন্ট সেকশন নতুন ধাঁচে সাজছে, প্রতিনিয়ত পরিবর্তন নিয়ে আসছে