Sonam Kapoor: সোনাম কাপুর মা হলেন, কাপুর পরিবারে খুশির বন্যা

Published By: Khabar India Online | Published On:

সোনম কাপুরের জীবনে ডবল আনন্দ নিয়ে খুশিতে ডগমগ নতুন মাম্মা।

 নতুন অতিথি মেয়ের ডাকে সাড়া দিয়েছে। ২০১৮ তে আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বলি পাড়ায় মোস্ট স্টাইলিশ গার্ল সোনম।

আরও পড়ুন -  Mimi Chakraborty: মিমি, দৃশ্যমান সুগভীর নাভী সাদা লেহেঙ্গার নীচে, ঘুম কাড়লেন নেটিজেনদের

বিয়ের প্রায় পাঁচ বছরের মাথায় নতুন প্রজন্মকে আহ্বান জানিয়েছেন সেলিব্রিটি দম্পতি।

সোনম কাপুরের কোল আলো করে আসে ছোট্ট আনন্দ, পুত্র সন্তান। আপাতত মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন এবং ভালো আছেন। সোশ্যাল মিডিয়ায় বহু অনুরাগীরা অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষত অনিল কাপুরের ঘরে প্রথম নাতি, তাই আনন্দ হয়ে ওঠে দশগুণ।

আরও পড়ুন -  Actress Nazira Mau: মাতৃত্বের স্বাদ পেলেন, অভিনেত্রী ও মডেল নাজিরা মৌ

একটা সময়, সোনম কাপুর শেয়ার করেছিলেন যে তিনি কিশোরী বয়স থেকেই PCOS বা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে ভুগছিলেন।